Wednesday, August 27, 2025

বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  

Date:

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় জায়গা করে নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪২ জন গবেষক। তাঁদের গবেষণা প্রকাশনার ভিত্তিতে জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানীদের চূড়ান্ত তালিকায়, যা ওই তালিকার দুই শতাংশ।

যদিও অভিযোগ, সরকারি অর্থ সাহায্য থেকে অনেকাংশেই বঞ্চিত যাদবপুর। ফলে আর্থিক অনটনের মধ্য দিয়ে বিভিন্ন উন্নতমানের গবেষণা ও ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ও স্থান পেয়েছে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সেই তালিকায় জায়গা পেয়েছেন ১৩ জন গবেষক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় জায়গা করে নিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও।

২০২২ সালে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই ইউনিভার্সিটি বহু বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ৩৭৯৬ জন বিজ্ঞানী-গবেষকের একটি ডাটাবেস তালিকা তৈরি করেছিল, যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক মনোনীত হয়েছেন যাদবপুর থেকে।

এই গবেষণা ক্ষেত্রে গণিত এবং রসায়ন বিভাগে অসাধারণ সাফল্য এসেছে। বিজ্ঞানীদের তালিকায় ভারতের কেন্দ্রীয় এবং প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুরের শিক্ষক-গবেষকদের সংখ্যা সর্বোচ্চ। বিশ্ববিদ্যালয়ের সাফল্যে গর্বিত  উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ‘‘গত বছরের থেকে যাদবপুর এ বার আরও এগিয়েছে। এই তালিকায় যাদবপুরের আগে কোনও কেন্দ্রীয় বা প্রাদেশিক বিশ্ববিদ্যালয় নেই। স্বল্প আর্থিক সংস্থান নিয়েই যাদবপুর পঠনপাঠনের পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও বিশ্বমানকে ছুঁতে পেরেছে।’’

স্ট্যানফোর্ডের তালিকায় থাকা কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক উজ্জ্বল মৌলিক বলেছেন, ‘‘দিনে দিনে গবেষণা ক্ষেত্রে আর্থিক অনুদান কমছে। তার মধ্যেই যাদবপুরে বিশ্বমানের গবেষণা চালিয়ে যাওয়া হচ্ছে।’’ অন্যদিকে, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক তথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক ড. পার্থ প্রতিম রায়ের বক্তব্য, “আমি কেন্দ্রকে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে আগামী দিনে জেইউ-এর শিক্ষকদের গবেষণার কাজগুলি আন্তর্জাতিক স্তরে তুলে ধরা যায়।”

Related articles

গাড়িসহ নদীতে ভাঙল সেতু, জম্মুতে ফুঁসছে একের পর এক নদী: মৃত্যুতে শোক অভিষেকের

একের পর এক রাস্তা ধসে যাচ্ছে। একের পর এক বাধে বিপদসীমা অতিক্রম করছে জম্মু ও কাশ্মীরের প্রতিটি নদী।...

১৫ দিন আগে থেকেই কলকাতায় ‘পুজো শপিং স্পেশাল’ বাস: পরিবহন মন্ত্রী

হাতে গুণে আর একমাস। পুজো মণ্ডপের ৫০ শতাংশ কাজ শেষ অননেক জায়গাতেই। জমিয়ে চলছে কেনাকাটা। ফলে প্রয়োজন অতিরিক্ত...

মিথিলার জীবনে সুখবর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৃজিতের

সুখবর দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। গণেশ চতুর্থীর প্রাক্কালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুশির খবর...

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে...
Exit mobile version