Wednesday, November 5, 2025

মা*দক সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চার সভাপতি, নিন্দায় সরব তৃণমূল

Date:

মাদক (Drugs) সহ গ্রেফতার (Arrest) নকশালবাড়ির মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি (President of BJP Youth Morcha) সুমন বর্মন (Suman Burman)। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে (Accused) ২৫ বোতল কাফ সিরাপ (Cough Syrup) সহ হাতেনাতে গ্রেফতার (Arrest) করে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, নকশালবাড়ির (Nakshalbari) এই যুব নেতার সঙ্গে মাদক পাচারকারীদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সুমন। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির নির্বাচনে (Election of Panchayat Samiti) বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি।

ঘটনায় বিজেপিকে তুলোধনা করতে ছাড়েনি তৃণমূল (TMC)। এদিন সুমনের গ্রেফতারির পর জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করেছিলেন। বিজেপির বেশিরভাগ নেতাই দুর্নীতিপরায়ণ (Corrupt)। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।

তবে ঘটনার দায় নিজের কাঁধে নেয়নি বিজেপি (BJP)। জেলা সভাপতি আনন্দময় বর্মণ সাফ জানিয়ে দিয়েছেন, ধৃত ব্যক্তি দলের কোনও পদেই ছিলেন না। উনি দলের কোনও সাধারণ সমর্থক হতে পারেন। তবে দল এমন কোনও ব্যক্তিকেই সমর্থন করে না। আইন আইনের মতো চলবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার যথাযথ শাস্তি হোক।

আরও পড়ুন- নিলামে উঠতে চলেছে দিয়েগো মারাদোনার “হ্যান্ড অফ গড”-এর ফুটবলটি

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version