Sunday, May 11, 2025

উপত্যকার কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে হ*ত্যা করল জঙ্গিরা

Date:

ফের সন্ত্রাসবাদীদের টার্গেটে উপত্যকার কাশ্মীরি পণ্ডিত। আজ, শুক্রবার সোপিয়ান জেলার চৌধুরি গান্দ এলাকায় এক সাধারণ কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে গুলি করে হ*ত্যা করল জঙ্গিরা। নিহতের নাম পুরান কৃষাণ ভাট।

জানা গিয়েছে, আপেল ক্ষেতে যখন কাজের উদ্দেশে যাচ্ছিলেন কৃষাণ ভাট, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পণ্ডিত। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোপিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত পুরান কৃষাণ ভাটের একটি ৭ বছরের মেয়ে ও একটি ৫ বছরের ছেলে রয়েছে। মৃতের এক আত্মীয়ের কথায়, পুরান খুব একটা বাড়ির বাইরে বেরতেন না। বাড়িতেই থাকা পচ্ছন্দ করতেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় কেবলমাত্র কাশ্মীরের অমুসলিম বাসিন্দা ও পরিযায়ীদের বার্তা দিতে ও তাঁদের মনে আতঙ্ক তৈরি করেতেই এই হ*ত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। খবর পেতেই আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে এই সোপিয়ান জেলাতেই আপেল ক্ষেতে এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করেছিল জঙ্গিরা। গত বছর অক্টোবর মাস থেকেই অমুসলিম কাশ্মীরের বাসিন্দাদের চিহ্নিত হত্যায় ফের ব্যাপক সক্রিয় হতে দেখা যাচ্ছে জঙ্গিদের। সেই সময় পাঁচ দিনের মধ্যে ৭জনকে খুন করেছিল জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিত ছাড়াও পরিযায়ী শ্রমিক ও শিখ নাগরিকরাও এই তালিকায় রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, গত আগস্ট মাসের হত্যকাণ্ডে জঙ্গি সংগঠনের আল বদরের শাখা সংগঠন কাশ্মীরি ফ্রিডম ফাইটারস জড়িত ছিল। এই ঘটনার পিছনেও তাদেরই হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version