Monday, November 10, 2025

এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমাল (Arun Dhumal)। বলে দিলেন বোর্ডে কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধে একটি শব্দও বলেননি। বরং সবকিছু তাঁর সঙ্গে আলোচনা করেই হয়েছে। ‘‘স্বাধীন ভারতে কোনও বোর্ড সভাপতি তিন বছরের বেশি চেয়ারে থাকেননি। বোর্ডের কিছু সদস্য দাদার বিরুদ্ধে গিয়েছিল বলে মিডিয়াতে যা বলা হচ্ছে, তা একেবারে ভিত্তিহীন।”এমনটাই জানালেন বিদায়ী কোষাধক্ষ্য।

এমনকি, ধুমাল এ-ও বলেছেন যে সৌরভ আইপিএল চেয়ারম্যান হতে রাজি হলে তিনি বোর্ডের নতুন কমিটিতে থাকার সুযোগ পেতেন না। ১৮ অক্টোবর এজিএমে ব্রিজেশ প্যাটেলের জায়গায় নতুন আইপিএল চেয়ারম্যান হতে চলেছেন ধুমল। এই প্রস্তাব আগে সৌরভকে দেওয়া হয়েছিল। একবার বোর্ড সভাপতি থাকার পর তিনি কোনও সাব কমিটির মাথায় বসতে রাজি হননি।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে দেশের অন্যতম সেরা অধিনায়কের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। তবে সৌরভ আগেরদিন কলকাতায় এক অনুষ্ঠানে বলেছেন, কেউ চিরকাল এক পদে থাকে না। আগামি দিনে নতুন কোনও দায়িত্বে দেখা যাবে তাঁকে। এরপরই এই বিষয়ে মুখ খুললেন ধুমাল। তিনি বলেন, “সৌরভের জমানায় গত তিন বছরে, বিশেষ করে কোভিডের চ্যালেঞ্জের মধ্যে বোর্ড যেভাবে চলেছে তাতে সবাই সন্তুষ্ট। দাদার অসাধারণ ক্রিকেট কেরিয়ার। দারুণ লিডার। প্রশাসক হিসাবেও সবাইকে নিয়ে কাজ করেছেন।”

আরও বলেছেন ভাবী আইপিএল চেয়ারম্যান।ধুমালের আরও দাবি, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে রজার বিনিকে সভাপতি বাছা হয়েছে। তাঁর এখন ৬৭। তিন বছর পর ৭০ হয়ে গেলে এই দায়িত্ব নেওয়ার সুযোগ থাকত না। এটা নিয়ে সৌরভের সঙ্গেও কথা হয়েছে ’৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের। কোষাধ্যক্ষ হিসাবে তাঁর জমানায় দুটি নতুন আইপিএল দল এনে ১২ হাজার কোটি টাকা তুলে আনাকে বিরাট সাফল্য বলে দাবি করেছেন ধুমাল। সেইসঙ্গে আইপিএল মিডিয়া রাইটস থেকে পাঁচ বছরে উঠে আসবে ৪৮,৩৯০ কোটি টাকা।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version