Wednesday, May 14, 2025

বাধ্য হয়ে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু*তে ক্ষতিপূরণ দেবে রেল, রায় বম্বে হাইকোর্টের

Date:

অনেক সময়ই লাইন পারাপার (Rail Line Cross) করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সাধারণ মানুষ। এই বিষয়টি নিয়েই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সম্প্রতি একটি মামলার শুনানির (Hearing) পর উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ওভারব্রিজ (Over Bridge) বা আন্ডারপাস (Underpass) না থাকার কারণে যদি কেউ রেললাইনে হাঁটতে বাধ্য হন এবং সেই সময় যদি তাঁকে ট্রেন ধাক্কা মারে সেক্ষেত্রে ভারতীয় রেলকেই (Indian Railways) সমস্ত ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে।

এর আগে এই সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়েল ক্লেইমস ট্রাইবুনাল (Railway Claims Tribunal) জানিয়েছিল, রেললাইনে হাঁটতে থাকা ব্যক্তিকে ট্রেন ধাক্কা মারলে কোন দায় থাকবে না রেলের। পাশাপাশি রেলকে দিতে হবে না কোনও ক্ষতিপূরণও। তবে সেই নির্দেশকে এবার খারিজ করল বম্বে হাইকোর্ট। ২০১৯ সালে এক ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। এরপর তাঁর পরিজনেরা রেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানায়। সেই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাইকোর্ট রায় দেয়, আগামী ৬ সপ্তাহের মধ্যে মৃ*তের পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

বম্বে হাইকোর্টের তরফে বিচারপতি অভয় আহুজার (Justice Abhay Ahuja) বেঞ্চ জানায়, একজন ব্যক্তি যখন গ্রাম থেকে বৈধ টিকিট (Valid Ticket) কেটে শহরে আসে চাকরির জন্য। এরপর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ না থাকায় রেললাইন দিয়ে বাধ্য হয়েই পারাপার করতে হয় তাঁকে। সেই সময় অন্য ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এটাকে ইচ্ছাকৃত মৃ*ত্যু বা অসতর্কতা কিংবা অবহেলা বলা যায় না।

৩৫ বছর বয়সী মনোহর গজভিয়ে নামক এক ব্যক্তি নিজের অসাবধানতার কারণেই ট্রেনের ধাক্কায় মারা যান। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রেওরাল স্টেশনে। মনোহরের পরিবারের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের মৃত্যুর পর সেই স্টেশনে ওভারব্রিজ তৈরি হয়েছিল। এই কারণে মনোহরের মৃত্যু আদপে রেল কর্তৃপক্ষের গাফিলতি।

 

Related articles

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া...

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version