Sunday, November 16, 2025

‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Date:

চলন্ত ট্রেনে তুমুল বচসা। যার জেরে এক যাত্রীকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেন অপর এক যাত্রী। শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন অনেকেই। ক্ষতবিক্ষত অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়া ওই জখম ব্যক্তিকে উদ্ধার করে রেল পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, আহত ওই ব্যক্তির নাম সজল শেখ। হাসপাতালের শয্যায় সজল স্বীকার করেন, মত্ত অবস্থায় ট্রেনে ওঠেন তিনি। ঠিক কী ঘটেছিল শনিবার রাতে ?

আরও পড়ুন:চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

সজল জানান, ‘‘কাল আমি সাঁইথিয়া থেকে আসছিলাম। মল্লারপুরে নেমে হালকা ড্রিঙ্ক  করেছিলাম। ড্রিঙ্ক করে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বাড়ি আসছিলাম। ট্রেনের তিন-চার জন যাত্রী নিজেদের মধ্যে গালাগালি করছিল। পাশে কয়েকটি পরিবারের লোকজন বসে ছিলেন। আমি বারণ করেছিলাম ওদের (গালাগালি দিতে)। সেটাই দোষের হয়ে গেল। আমার কলার ধরেছিল। আমি পকেট থেকে ব্লেড বার করেছিলাম ওদের মারার জন্য। তারপর যে কখন আমায় গাড়ি থেকে ফেলে দিয়েছে, সেটা আমার মনে নেই।’’

কিছুক্ষণ পর ফের সজল বলেন,  ‘‘যখন হুঁশ এল, দেখছি রেললাইনে পড়ে আছি। মাথা থেকে পা যন্ত্রণা করছে। তার পর কিছু মনে নেই।যারা মেরেছিল, দেখলে চিনতে পারব।’’

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের সজলকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন এক সহযাত্রী। ওই ভিডিয়ো নিয়েই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এরপর ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ সজলকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার করে। এমনকি রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সজল। অন্যদিকে রেল পুলিশ জানিয়েছে, সজলকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version