Monday, May 5, 2025

‘মদ্যপ অবস্থায় ট্রেনে উঠেছিলাম’ স্বীকার করলেন ট্রেন থেকে পড়ে যাওয়া সজল

Date:

চলন্ত ট্রেনে তুমুল বচসা। যার জেরে এক যাত্রীকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেন অপর এক যাত্রী। শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন অনেকেই। ক্ষতবিক্ষত অবস্থায় ট্রেন থেকে পড়ে যাওয়া ওই জখম ব্যক্তিকে উদ্ধার করে রেল পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। জানা যায়, আহত ওই ব্যক্তির নাম সজল শেখ। হাসপাতালের শয্যায় সজল স্বীকার করেন, মত্ত অবস্থায় ট্রেনে ওঠেন তিনি। ঠিক কী ঘটেছিল শনিবার রাতে ?

আরও পড়ুন:চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিলেন আরেক যাত্রী,জখম যুবক উদ্ধার

সজল জানান, ‘‘কাল আমি সাঁইথিয়া থেকে আসছিলাম। মল্লারপুরে নেমে হালকা ড্রিঙ্ক  করেছিলাম। ড্রিঙ্ক করে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বাড়ি আসছিলাম। ট্রেনের তিন-চার জন যাত্রী নিজেদের মধ্যে গালাগালি করছিল। পাশে কয়েকটি পরিবারের লোকজন বসে ছিলেন। আমি বারণ করেছিলাম ওদের (গালাগালি দিতে)। সেটাই দোষের হয়ে গেল। আমার কলার ধরেছিল। আমি পকেট থেকে ব্লেড বার করেছিলাম ওদের মারার জন্য। তারপর যে কখন আমায় গাড়ি থেকে ফেলে দিয়েছে, সেটা আমার মনে নেই।’’

কিছুক্ষণ পর ফের সজল বলেন,  ‘‘যখন হুঁশ এল, দেখছি রেললাইনে পড়ে আছি। মাথা থেকে পা যন্ত্রণা করছে। তার পর কিছু মনে নেই।যারা মেরেছিল, দেখলে চিনতে পারব।’’

প্রসঙ্গত, শনিবার রাতে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের সজলকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন এক সহযাত্রী। ওই ভিডিয়ো নিয়েই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। এরপর ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ সজলকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার করে। এমনকি রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সজল। অন্যদিকে রেল পুলিশ জানিয়েছে, সজলকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

Related articles

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...
Exit mobile version