Wednesday, November 12, 2025

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত টেলি অভিনেত্রী বৈশালী টক্করের রহস্যমৃত্যু। রবিবার ইন্দোরে অভিনেত্রীর বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের।

আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন বৈশালী। হিন্দি টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন তিনি। এ ছাড়াও একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গত এক বছর ধরে ইন্দোরে নিজের বাড়িতেই থাকছিলেন তিনি। এরপর আচমকাই এমন ঘটনা। সাফল্যের শীর্ষে থাকা অভিনেত্রী কেন এমন করলেন, তার তদন্ত শুরু করেছে ইন্দোরের তেজাজি নগর থানার পুলিশ।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত সেখানে অভিনয় করেন তিনি। এর পর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমর কা’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। বৈশালীকে শেষ বার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক টিভি শো-তে।

২০২১ সালের এপ্রিল মাসে সংবাদমাধ্যমে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন বৈশালী। কেনিয়া নিবাসী ডেন্টাল সার্জেন অভিনন্দন সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল টেলি অভিনেত্রীর। কিন্তু, ঠিক এক মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় বৈশালী এবং অভিনন্দনের।সেই সময় নিজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করে দেন বৈশালী।এরপর জানান, অভিনন্দনকে তিনি বিয়ে করছেন না।

তবে তিনি আত্মহত্যা করেছেন না খুন , তা এখনও স্পষ্ট নয়। সুইসাইড নোটেই বা কী লেখা আছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। গোটা ঘটনায় শোকস্তব্ধ মুম্বইয়ের টেলিদুলিয়া।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version