Saturday, May 17, 2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) টুইট (Tweet) ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। ১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন তিনি বিশেষ বিমানে হাসিমারায় যাবেন। সেখান থেকে যাবেন মালবাজারে। ১৭ অক্টোবর মালবাজারে তেসিমলায় একটি খামার বাড়িতে থাকবেন মমতা। খাবার বাড়িটি তৃণমূল (TMC) বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের (Dulal Das)। এই নিয়েই জলঘোলা শুরু করেছেন শুভেন্দু।

টুইট করে শুভেন্দু লেখেন,
“যখন রাজ্য আর্থিক ভাবে প্রায় দেউলিয়া, ডিএ দিতে পারছে না সরকার। রাস্তা সারাই হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। তখন তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে। কারণ রাজ্যের ভিভিআইপি গেস্ট সেখানে থাকবেন। এটা কি ঠিক হচ্ছে?” শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দুলাল দাস।

শুভেন্দুর অভিযোগের উত্তরে তৃণমূল মুখপাত্র বলেন, নিম্ন রুচির রাজনীতি করতে করতে নিম্নগামী মানসিকতা হয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী কারও নিমন্ত্রণে কারও বাড়ি যান সেটা নিয়েই রাজনীতি হচ্ছে! আর মুখ্যমন্ত্রী কোথাও গেলে নিরাপত্তার কারণে সেখানে বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা করাটাই নিয়ম। সেই নিরাপত্তাজনিত কাজই সেখানে হচ্ছে। শকুনের রাজনীতি করছে বিজেপি। এরপরে যখন শুভেন্দু অধিকারী কোথাও ব্যক্তিগত আমন্ত্রণে যাবেন, তখন তাঁর শুট-বুট পরা, বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের বাড়তে বন্ধ করে রেখে হেঁটে যাবেন, বুঝবেন কত ধানে কত চাল। তীব্র কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন- টাকার দাম কমেনি, বেড়েছে ডলারের দাম! ওয়াশিংটনে ‘আজব দাবি’ নির্মলার

 

Related articles

তাপপ্রবাহের মাঝে স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি- কালবৈশাখীর পূর্বাভাস! 

চরম গরমের চোখরাঙানিকে ব্যাকফুটে রেখে স্বস্তির বৃষ্টি ভিজতে চলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর...

রূপ বদলে ফিরছে কোভিড! ভারতে সংক্রমণের আশঙ্কা কতটা 

ফের কোভিড ১৯ (Covid 19) আতঙ্ক। ইতিমধ্যেই ভাইরাসের পুনরাগমন হয়েছে হংকং (Hong Kong) ও সিঙ্গাপুরে (Singapore)। তাহলে কি...

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...
Exit mobile version