Tuesday, January 13, 2026

নতুন পুরনোরা এক মঞ্চে,নন্দীগ্রামে ঐক্যবদ্ধ তৃণমূলের জনজোয়ার

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে জনজোয়ার দেখে আপ্লুত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, এটা বিজয়া সম্মিলনী না বিজয় সমাবেশ বোঝা মুশকিল।সূত্রের খবর, সমাবেশ শুরুর আগে তৃণমূল মুখপাত্র স্বয়ং হাজির হন শেখ সুফিয়ানের বাড়িতে। তার অনুরোধে মঞ্চে হাজির নতুন পুরনো সব নেতৃত্ব।সৌমেন মহাপাত্র, শেখ সুফিয়ানের উপস্থিতিতে কুণাল বলেন,আমাদের পারিবারিক বিবাদের জন্য কোনও গদ্দার যেন সুযোগ না পেয়ে যায়।নতুন পুরনো নিয়ে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করব।

রবিবার তিনি বলেন, যেভাবে নন্দীগ্রামের ফল ঘোষণা হয়েছে তাতে বাংলার মানুষ জানে কী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও বাংলার নয়নের মণি।বিজেপির নীতির বিরুদ্ধে কৃষকরা রাস্তায় বসে আন্দোলন করেছেন, আর সেই আন্দোলনে জিপ গাড়ি তুলে দিয়ে পিষে মেরেছে বিজেপি মন্ত্রীর ছেলে। শুভেন্দু হঠাৎ খোল করতাল বাজিয়ে হিন্দু হয়ে গেল ! তার কটাক্ষ, যখনই শুভেন্দু শুনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় লোকশিল্পীদের ভাতা দেবেন তখনই ভাতার লোভে খোল করতাল নিয়ে ময়দানে নেমে পড়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, শিশির অধিকারী মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। নন্দীগ্রামের ভূমিপুত্ররা আন্দোলন করেছেন আর নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামের মানুষ তার সাক্ষী। ফিরোজা বিবি শহিদ মাতা আর এখন শুভেন্দু অধিকারী বলছে মুসলমানরা জেহাদি! এটা কখনও হতে পারে?

কুণালের কটাক্ষ, অধিকারী প্রাইভেট লিমিটেডের নানা রকমের ডিলারশিপ আছে এখন হিন্দুত্বের ডিলারশিপ নিয়েছে। বিজেপির দালালি করার জন্য দল বদল করে দোল খাচ্ছে।গদ্দার, বেইমান শুভেন্দু নাকি খাঁটি হিন্দু!

মানুষের চোখ ফেরাতে হিন্দু মুসলমান ভেদাভেদের রাজনীতি খেলছে।তার সাফ কথা, কোনও ধর্ম শেখায় না আরেকটি ধর্মকে খারাপ বলতে। তৃণমূল এত বড় একটা দল, এত মানুষ, এত এমএলএ এত সাংসদ ভুল হতেই পারে। ভুল হলে শোধরাতে হবে আর অন্যায় করলে শাস্তি। কিছু কিছু মানুষ দলের এই ক্ষমতাকে অপ ব্যবহার করেছে। তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রের নেতা-নেত্রীরা যতই বলুন পশ্চিমবঙ্গে কাজ হয় না। অথচ কেন্দ্রের রিপোর্ট যখন বেরোয় তখন দেখা যায় পশ্চিমবঙ্গ এক নম্বরে। পঞ্চায়েত দফতরের যে রিপোর্ট সম্প্রতি বেরিয়েছে তারও এক নম্বরে পশ্চিমবঙ্গ।

এদিন কুণাল অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন একাধিক বেসরকারি এজেন্সির মাধ্যমে ড্রাইভার, কন্ট্রাক্টর পরিবহন দফতরে নিয়োগ হয়েছে। কেন নিয়োগ হল, কারা নিয়োগ করল, কোনও কিছুর বিনিময়ে নিয়োগ হল কিনা তদন্ত হবে, কারণ অভিযোগ আসছে। নন্দীগ্রাম থেকে যে অভিযোগ আমরা পেয়েছি তার পুরোদস্তুর তদন্ত হবে। তার উত্তর দিতে হবে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর আর যাই থাক মেরুদন্ড নেই। বাঘছাল পরা একটা বেড়াল, এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র।

এদিন নন্দীগ্রামের মাটিতে কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ এই নন্দীগ্রাম। সারাবিশ্ব তাকিয়ে থাকে এই নন্দীগ্রামের দিকে। আবার নতুন ইতিহাস গড়তে পারে নন্দীগ্রাম। তৃণমূলের ভোট তৃণমূলেরই থাকবে কিন্তু বিরোধীদের বাড়িতে ঢুকে বুঝিয়ে প্রত্যেকটা ভোট বার করে নিয়ে আসতে হবে বলে জানান তিনি। কুণাল বলেন, বিরোধী শূন্য পঞ্চায়েত চাই নন্দীগ্রামে।

spot_img

Related articles

পলাশ-পর্ব অতীত, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্মৃতির ফ্যাশনিস্তা ছবি 

২০২৫ সালটা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে চির স্মরণীয় হয়ে থেকে যাবে। তিনি হয়তো চাইলেও কোনদিন এই বছরটাকে...

১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

বন্ধ হচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা (Gig worker safty) নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার (Central...

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার...

গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর! তোপ দাগলেন সিপিএম-কেও

সাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেলার প্রতি কেন্দ্রের...