Wednesday, November 5, 2025

মধ্যযুগীয় বর্বরতা! পাথর ছুঁড়ে মারার নিদান তালিবানের, ভয়ে আত্মহ*ত্যা আফগান তরুণীর

Date:

 

মধ্যযুগীয় শাস্তির আঁচ আফগানিস্তানে (Afghanistan)। বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ। আর তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো ঠাওর করতে পারেননি তরুণী। আর সেকারণেই চরম শাস্তির আগে আত্মহ*ত্যার পথ বেছে নিলেন এক আফগান তরুণী (Afghan Women)। সম্প্রতি বিবাহিত পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালানোর অভিযোগে ওই তরুণীকে পাথর ছুঁড়ে মেরে ফেলার নিদান দেয় এক তালিবান বিচারক। শুক্রবারই সেই শাস্তি পাওয়ার দিন ছিল। কিন্তু তার আগেই নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তরুণী।

এছাড়া যে বিবাহিত পুরুষের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল, ইতিমধ্যেই তাঁকে মৃ*ত্যুদণ্ডের সাজা শুনিয়েছে তালিবান প্রশাসন (Taliban Admistration)। গত বৃহস্পতিবারই সেই সাজা কার্যকর হয়। আর এমন ভয়ঙ্কর সাজার বিষয়টি প্রকাশ্যে আসতেই শিউরে উঠছে বিশ্ববাসী। ঘটনায় সেদেশের মহিলাদের বর্তমান অবস্থা (Present Condition) নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। এদিকে মধ্যযুগীয় ভয়ঙ্কর শাস্তি নিয়ে প্রশ্ন ওঠায় তালিবান পুলিশ (Taliban Police) প্রধান সাফ জানিয়েছেন, মহিলা জেলের (Woman Jail) সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকার কারণেই আফগান মেয়েদের পাথর ছুঁড়ে বা বেতের আঘাতের শাস্তি দেওয়া হচ্ছে। আর সেইকারণেই আফগানিস্তানের মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র পালানোর প্রবণতা বাড়ছে। ঠিক যেমনটা করেছিলেন বাধ্য হয়ে আত্মহননের পথ বেছে নেওয়া তরুণী।

তবে মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তের পিছনে দায়ী একমাত্র তালিব প্রশাসন, এমনটাই মত বিশেষজ্ঞদের। সেদেশের মেয়েদের উপর একের পর এক কঠোর সামাজিক নিষেধাজ্ঞা (Social Taboos) আরোপ করা হচ্ছে। পাশাপাশি কেঁড়ে নেওয়া হচ্ছে তাঁদের লেখাপড়ার অধিকারও (Right to Education)। বেশকিছু প্রদেশে মেয়েদের বয়স ৬ বছরের বেশি হলে তাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। এছাড়া নিজেদের কর্মক্ষেত্রেও (Workplace) বঞ্চিত হচ্ছেন মহিলারা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version