Friday, August 29, 2025

এ বার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Singh)কে কটাক্ষ করলেন দমদমের সাংসদ সৌগত রায় (Saugata Roy)।  দমদমের সাংসদ বলেন, অর্জুন সিং-এর ব্যক্তিগত কোনও ক্যারিশমা নেই । গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । এ বার তৃণমূল কংগ্রেসের ক্যারিশমাতে তিনি জিতবেন ।

সম্প্রতি অর্জুন সিং মন্তব্য করেছিলেন যে, ২০১৯ সালে তৃণমূলের বিরুদ্ধে তৈরি হওয়া চোরাস্রোতকে কাজে লাগিয়ে জিতেছিলেন তিনি । বিষয়টি নিয়ে সৌগত রায় বলেন, “ওই সময় হিন্দি ভাষাভাষীদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি একটু সমর্থন ছিল । তবে দলে কোনও চোরাস্রোত ছিল না । আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্জুন সিং-এর কোনও ব্যক্তিগত ক্যারিশমা নেই । তিনি এখন তৃণমূলে এসেছেন বটে । তবে এ বার তিনি জিতবেন তৃণমূলের সমর্থনের জন্য । গতবার জিতেছিলেন নরেন্দ্র মোদির সমর্থনের জন্য ।”

এই বক্তব্যের পালটা প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের সাংসদ বলেন, “সৌগতদা সিনিয়র লিডার । তিনি কি বলেছেন, কেন বলেছেন আমি জানি না । তাঁর বক্তব্যের বিরোধিতাও আমি করব না । তবে সে সময় আমার যা উপলব্ধি হয়েছে আমি তাই বলেছি । সত্যি কথা বলতে কী, আমাদের নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে । কোথাও যদি ভুল হয় সেটাকে মেরামত করতে হবে । সেই লক্ষ্য থেকেই আমার এই বক্তব্য ।”

যে বিজয়া সম্মেলনী থেকে অর্জুন সিং এই বক্তব্য রেখেছেন সেখানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ।এই বিষয়ে তিনি বলেন, সবটাই মিডিয়ার কারসাজি । আসলে এ সব করে সংবাদ মাধ্যমগুলি তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করছে । এই দলটার অভিভাবিকার নাম মমতা । এখানে এভাবে দ্বন্দ্ব (TMC Factionalism) তৈরি করা যাবে না ।”

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version