Saturday, May 3, 2025

শামির সৌজন্যে প্রস্তুতি ম‍্যাচে দুরন্ত জয় ভারতের, অজিদের হারাল ৬ রানে

Date:

টি-২০ বিশ্বকাপের আগে শুরুটা ভালই হল টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে ৬ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামির দুরন্ত বোলিং। শেষ ওভারে বল হাতে কামাল দেখালেন তিনি। এক ওভার বল করে ৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। একটি রান আউট। এযেন মাঠে নেমে সব প্রশ্নের উত্তর দেওয়া। বলা ভালো দুরন্ত প্রত‍্যাবর্তন শামির।

 

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারতীয় দল। অর্ধশতরান করেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ৫৭ রান করেন রাহুল। ৫০ রান করেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা করেন ১৫ রান। ১৯ রান করেন বিরাট কোহলি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ রান করেন অ‍্যারন ফিঞ্চ। ৩৫ রান করেন মিচেল মার্স। ভারতের হয়ে তিন উইকেট নেন শামি। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ ওভার পর্যন্ত গ্যালারিতে বসে ছিলেন তিনি। মনে হচ্ছিল এই ম্যাচে আর নামবেন না শামি। যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর নামা নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু শেষ ওভারে শামির হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। তখন অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ১১ রান। ওই এক ওভারেই জ্বলে উঠলেন শামি। শেষ ওভারে ৪ উইকেট পড়ল। তার মধ্যে একটি রানআউট। এক ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের ছবি বদলে দিলেন তিনি। দুই উইকেট ভুবনেশ্বর কুমারের। একটি করে উইকেট অর্শদীপ সিং, হর্ষল প‍্যাটেল এবং যুজবেন্দ্র চ‍্যাহালের।

আরও পড়ুন:ভারতীয় দলে যোগ দিয়ে আবেগপ্রবণ শামি, প্রস্তুতি ম‍্যাচে অজিদের বিরুদ্ধে নিলেন তিন উইকেট

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version