Monday, November 10, 2025

খাড়গে নাকি থারুর? ২২ বছর পর আজ কংগ্রেস সভাপতি নির্বাচন, লড়াইয়ে নেই গান্ধী পরিবার

Date:

প্রায় আড়াই দশক পর সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে থাকছেন না গান্ধী পরিবারের কেউ। দলের সর্বোচ্চ পদে দলীয় সংবিধান মেনে গণতান্ত্রিক ভাবে সভাপতি নির্বাচন হচ্ছে ২২ বছর পর। এর আগে শেষবার এই নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সোনিয়া গান্ধী বনাম জিতেন্দ্র প্রসাদ লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন সোনিয়া-ই। তারও আগে গান্ধী পরিবারের বাইরে ১৯৯৬ সালে সীতারাম কেশরী সভাপতি নির্বাচিত হয়েছিলেন বটে, তবে দু’বছর পর তাঁকে সরিয়ে দেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি। দায়িত্ব দেওয়া হয় সোনিয়া গান্ধীকেই। সেই থেকে সর্বভারতীয় কংগ্রেসের ব্যাটন রয়েছে গান্ধী পরিবারের হাতেই।

আরও পড়ুন: কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন: রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মল্লিকার্জুন খাড়গের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে গোটা বিজেপি শিবির কংগ্রেসে যখন পরিবারতন্ত্রের অভিযোগ তুলে আসছেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে এবার গান্ধী পরিবার থেকে সভাপতি নির্বাচনে থাকছেন না কেউ। পরিবারতন্ত্রের তকমা মুছতে কৌশলগত কারণে খাতায়-কলমে তাই কংগ্রেসের অন্দরে গান্ধী রাজের পতন হতে চলেছে আজ।

এদিকে মল্লিকার্জুন খাড়গে? নাকি শশী থারুর? আজ, সোমবার কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে গোপন ব্যালটে কার নামের পাশে কতগুলি ‘টিক’ মার্ক পড়বে? জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় কৌতূহল। ফল জানা যাবে ১৯ অক্টোবর। ততদিন পর্যন্ত কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরছেন সোনিয়া। মনে রাখা দরকার, মল্লিকার্জুন খাড়গে কিন্তু গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা। তিনি সভাপতি নির্বাচিত হওয়া মানে ঘুরিয়ে সেই সোনিয়া-রাহুলের হাতেই কংগ্রেসের ব্যাটন, তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে, কংগ্রেসের অন্দরে গণতন্ত্র-এর পক্ষে সওয়াল করা শশী থারুর অভিযোগ করেছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে। অর্থাৎ, অস্বস্তির আবহেই আজ ভোটে যাচ্ছে কংগ্রেস। সোনিয়া-প্রিয়াঙ্কা, মনমোহন সিং সহ ৫০ জন ভোট দেবেন ২৪ আকবর রোড দলের সদর দফতরে। প্রদেশ কংগ্রেসের ডেলিগেটরা নিজেদের রাজ্যেই ভোট দেবেন। রাহুল গান্ধী ব্যস্ত ভারত জোড়ো যাত্রায়! তাই কর্ণাটকের বেল্লারিতে তাঁর জন্য ব্যবস্থা হয়েছে বিশেষ বুথের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version