Sunday, November 9, 2025

ঠাসা কর্মসূচি নিয়ে তিনদিনের উত্তরের জেলা সফরে মুখ্যমন্ত্রী

Date:

দুর্গাপুজোর পর আজ, সোমবার থেকে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, আজ সফরের প্রথমদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলায় যাবেন। আগামিকাল, মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক সভা করবেন তিনি। এই সেই মালবাজার, যেখানে দশমীর দিন প্রতিমা বিসর্জনে গিয়ে হড়পা বানে মৃত্যু হয়েছিল ৮ জনের। সূত্রের খবর, মালবাজারে মৃতদের পরিবার ও আত্মীয়দের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ মমতাকে

প্রশাসনিক সূত্রে খবর, বুধবার শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী করতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট।শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং কালিম্পং জেলার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিসহ বিশিষ্টজন হাজির থাকবেন। সেখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

মুখ্যমন্ত্রীর সফরের জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, হাসিমারা থেকে সোমবার বিকেলে মালবাজারে বড়দিঘি হাইস্কুলের মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার। সেখান থেকে তিনি যাবেন তেশিমলায়। ওখানেই রাত্রিযাপন করবেন। মঙ্গলবার দুপুরে মাল আদর্শ বালিকা বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করবার কথা আছে তাঁর। বৈঠক শেষে ওইদিনই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি ফিরবেন।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version