Friday, December 19, 2025

শিবপুর থেকে ফের উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

ফের হাওড়া থেকে উদ্ধার টাকার পাহাড়। গাড়ির পর এবার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা।হাওড়ার শিবপুরে মন্দিরতলায় ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গড়ির পর এবার কৈপুকুরের ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ৬ কোটি টাকা। ঘটনায় অভিযুক্ত এখনও অধরা।

আরও পড়ুন:শিবপুরের আবাসন থেকে  বিপুল টাকা উদ্ধার পুলিশের

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে শৈলেশের ভাই রোহিত পাণ্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা।রাত ৮টা নাগাদ  পুলিশ এই ফ্ল্যাটটিতে তল্লাশি শুরু করে। গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।টাকা উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়।সেই আবাসনের বাসিন্দারা জানান, এই ফ্ল্যাটেই শৈলেশের পরিবার থাকত। রোহিত মাঝে মধ্যে আসত সেখানে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট।

এর আগে হাওড়ার শিবপুরের একটি আবাসনে রাখা গাড়ি থেকে ২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। জানা গিয়েছিল, সেই গাড়ি শৈলেশের ভাই অরবিন্দ পাণ্ডের।

পুলিশ সূত্রের খবর, কিছু দিন ধরে একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করে হেয়ার স্ট্রিট থানায়  একটি অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। নজরদারি শুরু হয় ওই অ্যাকাউন্টে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজখবর শুরু হয়। তদন্তে উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তির নাম। তারা ওই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এরপর পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় শিবপুরের ওই আবাসনে।তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর্থিক লেনদেনের প্রতারণা সহ একাধিক অভিযোগের কথা জানতে পারে।যদিও শৈলেশ পাণ্ডেকে এখনও গ্রেফতার করা যায়নি।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...