Monday, November 10, 2025

হ*ত্যা নয় আত্মহ*ত্যা, অভিনেত্রী পল্লবী মৃত্যু মামলায় পুলিশ চার্জশিট দিতেই জামিনে মুক্ত প্রেমিক

Date:

গত ১৫ মে সকালে গড়ফার ফ্ল্যাট থেকে বাংলা সিরিয়ালের তারকা অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। যা নিয়ে সে সময় তোলপাড় হয়েছিল। পল্লবীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর প্রেমিক তথা লিভ-ইন-পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।৯০ দিনের তদন্তের শেষে আদালতে চার্জশিট পেশ করে গড়ফা থানার তদন্তকারীরা। চার্জশিটে উল্লেখ, হত্যা নয় টেলিতারকা তথা পল্লবী দে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন:পল্লবীর কোনও অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়নি, দাবি পুলিশের

এদিকে তদন্ত চললেও জামিন পেয়েছেন সাগ্নিক। ১৫০৬ পাতার চার্জশিটে পল্লবীর প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধে অপেক্ষাকৃত লঘু ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মারধর, হুমকির অভিযোগ আনা হয়েছে। অথচ, এই জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর পর তাঁর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে গড়ফা থানার পুলিশ প্রথমে খুন (৩০২), অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি), সম্পত্তি আত্মসাৎ (৪০৩) এবং বিশ্বাসভঙ্গের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছিল।

পুলিশ সূত্রে খবর, খুন, ষড়যন্ত্র, সম্পত্তি আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গের মতো অপরাধের কোনও তথ্যপ্রমাণ তদন্তে মেলেনি। তবে আত্মহত্যায় প্ররোচনা, মারধর, হুমকির প্রমাণ মেলায় এই ধারাগুলিতে চার্জশিট পেশ করা হয়েছে।

জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসক আত্মহত্যার তত্ত্বকে সামনে আনায় এবং ৫১ জন সাক্ষী যে বয়ান দিয়েছেন, তা এই মামলায় সাগ্নিকের পক্ষেই গিয়েছে। পাশাপাশি, তদন্তে সাগ্নিকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং পল্লবীর সম্পত্তি হাতানোর কোনও তথ্য-প্রমাণ পুলিশ পায়নি বলেই জানিয়েছে। তাই চার্জশিট পেশের পর সাগ্নিকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আলিপুর আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version