Tuesday, December 16, 2025

বিলকিস বানোর গণধ*র্ষণে অপরাধীদের মুক্তির আবেদন দু’সপ্তাহেই মঞ্জুর করে কেন্দ্র

Date:

বিলকিস বানো(Bilkis Bano) গণধ*র্ষণ কাণ্ডে অপরাধীদের মুক্তি দিয়েছেন গুজরাট সরকার(Gujrat Govt)। সম্প্রতি সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার(BJP Govt)। সেখান থেকে জানা গেল দুই সপ্তাহের মধ্যেই বিলকিস বানো গণধ*র্ষণ কাণ্ডে দোষীদের সাজা মুকুব করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। জেলে ভাল আচার ব্যবহারের জন্য বিলকিস বানো গণধ*র্ষণে দোষীদের সাজা মকুব করার আরজি জানিয়েছিল গুজরাট সরকার (Gujarat)। সিবিআই ও বিশেষ আদালতের আপত্তি সত্বেও মাত্র দু’সপ্তাহের মধ্যে সেই আরজি মঞ্জুর করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন নৃশংস অপরাধে জেলবন্দী অপরাধীদের মুক্তি দেওয়া হল সম্প্রতি গুজরাট সরকারের কাছে এই প্রশ্ন রেখেছিল দেশের শীর্ষ আদালত। মুক্তি দেওয়ার প্রক্রিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় গুজরাট সরকারকে। সম্প্রতি পেশ হওয়া সেই হলফনামা থেকে জানা যায়, চলতি বছরের ২৮ জুন কেন্দ্রের কাছে আবেদন জানায় গুজরাট সরকার। মাত্র দু’সপ্তাহের মধ্যেই উত্তর আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। গুজরাট সরকারের আবেদন মেনেই দোষীদের মুক্তি দিতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৫ আগস্ট জেল থেকে বেরিয়ে আসে খুন ও ধর্ষণ কাণ্ডে ১১ জন দোষী।

এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে। পাশাপাশি জানা যাচ্ছে গুজরাট সরকারের যে উপদেষ্টা কমিটি দোষীদের সাজা মুকুব করার প্রস্তাবে সমর্থন জানায় তাদের মধ্যে অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি দোষীদের মুক্তির প্রসঙ্গে বিলকিস ও তার পরিবারের সদস্যরা কিছুই জানতেন না। এদিকে জেল মুক্তির পর নৃশংস এই অপরাধীদের রীতিমতো বরণ করে নেওয়া হয় পরিষদের তরফে। গোটা ঘটনায় রীতিমতো সরব হয়ে ওঠে গোটা দেশ। ধর্ষক ও খুনিদের মুক্তির ঘটনায় কাঠগড়ায় তোলা হয় গুজরাটের বিজেপি সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে। দেশজুড়ে দাবি ওঠে সিদ্ধান্ত বদল করে অপরাধীদের ফের জেলবন্দী করা হোক।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version