Thursday, November 13, 2025

বিলকিস বানোর গণধ*র্ষণে অপরাধীদের মুক্তির আবেদন দু’সপ্তাহেই মঞ্জুর করে কেন্দ্র

Date:

বিলকিস বানো(Bilkis Bano) গণধ*র্ষণ কাণ্ডে অপরাধীদের মুক্তি দিয়েছেন গুজরাট সরকার(Gujrat Govt)। সম্প্রতি সেই ইস্যুতে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার(BJP Govt)। সেখান থেকে জানা গেল দুই সপ্তাহের মধ্যেই বিলকিস বানো গণধ*র্ষণ কাণ্ডে দোষীদের সাজা মুকুব করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। জেলে ভাল আচার ব্যবহারের জন্য বিলকিস বানো গণধ*র্ষণে দোষীদের সাজা মকুব করার আরজি জানিয়েছিল গুজরাট সরকার (Gujarat)। সিবিআই ও বিশেষ আদালতের আপত্তি সত্বেও মাত্র দু’সপ্তাহের মধ্যে সেই আরজি মঞ্জুর করে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন নৃশংস অপরাধে জেলবন্দী অপরাধীদের মুক্তি দেওয়া হল সম্প্রতি গুজরাট সরকারের কাছে এই প্রশ্ন রেখেছিল দেশের শীর্ষ আদালত। মুক্তি দেওয়ার প্রক্রিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় গুজরাট সরকারকে। সম্প্রতি পেশ হওয়া সেই হলফনামা থেকে জানা যায়, চলতি বছরের ২৮ জুন কেন্দ্রের কাছে আবেদন জানায় গুজরাট সরকার। মাত্র দু’সপ্তাহের মধ্যেই উত্তর আসে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। গুজরাট সরকারের আবেদন মেনেই দোষীদের মুক্তি দিতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৫ আগস্ট জেল থেকে বেরিয়ে আসে খুন ও ধর্ষণ কাণ্ডে ১১ জন দোষী।

এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে। পাশাপাশি জানা যাচ্ছে গুজরাট সরকারের যে উপদেষ্টা কমিটি দোষীদের সাজা মুকুব করার প্রস্তাবে সমর্থন জানায় তাদের মধ্যে অধিকাংশই বিজেপির সঙ্গে যুক্ত। এমনকি দোষীদের মুক্তির প্রসঙ্গে বিলকিস ও তার পরিবারের সদস্যরা কিছুই জানতেন না। এদিকে জেল মুক্তির পর নৃশংস এই অপরাধীদের রীতিমতো বরণ করে নেওয়া হয় পরিষদের তরফে। গোটা ঘটনায় রীতিমতো সরব হয়ে ওঠে গোটা দেশ। ধর্ষক ও খুনিদের মুক্তির ঘটনায় কাঠগড়ায় তোলা হয় গুজরাটের বিজেপি সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে। দেশজুড়ে দাবি ওঠে সিদ্ধান্ত বদল করে অপরাধীদের ফের জেলবন্দী করা হোক।

Related articles

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...
Exit mobile version