Saturday, November 8, 2025

কৃষকদের জন্য সুখবর! দীপাবলির আগেই ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র

Date:

দীপাবলির আগেই সুখবর! গম, বার্লি সহ মোট ৬টি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র। মঙ্গলবার ২০২৩-২৪ সালের মরসুমে সমস্ত রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, মুসুর ডালের ক্ষেত্রে MSP সবচেয়ে বেশি(প্রতি কুইন্টাল ৫০০ টাকা) বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন:বিলকিস বানোর গণধ*র্ষণে অপরাধীদের মুক্তির আবেদন দু’সপ্তাহেই মঞ্জুর করে কেন্দ্র

রিপোর্ট অনুযায়ী, গমের ন্যন্যতম সহায়ক মূল্য (MSP) ২০২২-২৩ সালে ২,০১৫ টাকা থেকে ১১০ টাকা বাড়িয়ে ২০২৩-২৪ সালের জন্য প্রতি কুইন্টাল ২,১২৫ টাকা করা হয়েছে। অন্যদিকে বার্লির MSP প্রতি কুইন্টাল ১,৬৩৫ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ১,৭৩৫ টাকা করা হয়েছে।সরিষার এমএসপি ৪০০ টাকা বেড়ে কুইন্ট্যাল প্রতি ৫,৪৫০টাকা করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃষকদের আয় ও ফসলের জোগান আরও বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গমের MSP বাড়ানোর ফলে লাভের মুখ দেখতে চলেছেন কৃষকরা। কারণ ২০২১-২২ সালে গমের ন্যূনতম সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ২,০১৫ টাকা। যা এ বছরে বেড়ে হল ২,১২৫ টাকা। অন্যদিকে প্রতি কুইন্টাল গম উৎপাদনে কৃষকদের খরচ হয় ১,০৬৫ টাকা।

কী এই MSP বা ন্যূনতম সহায়ক মূল্য?

যে মূল্যে সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনে তাকেই MSP বা ন্যূনতম সহায়ক মূল্য বলে। এর অর্থ এই মূল্যের নীচে কৃষকদের অর্থপ্রদান করা হয় না।এর আগে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস(CACP) গম সহ রবি শস্যের MSP ৩ শতাংশ থেকে ৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। এরপর প্রত্যাশিত ছিল যে রবি শস্যের দাম বাড়বে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version