Thursday, January 15, 2026

দিল্লি নিয়ে গিয়ে সায়গলকে জেরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

গরু পাচার মামলায় সাময়িক স্বস্তি পেল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hussain)। দিল্লিতে(Delhi) নিয়ে গিয়ে তাকে জেরা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট(Delhi Highcourt)। সোমবার দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট ইডি-র আবেদনে সারা দিয়ে সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি দেয়। দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে পাল্টা আবেদন জানিয়েছিলেন সায়গলের আইনজীবী। সেই নির্দেশের ওপর এবার স্থগিতাদেশ দিলো দিল্লি হাইকোর্ট।

মঙ্গলবার সায়গলের আবেদন গ্রহণ করা হয় দিল্লি হাইকোর্টে। পাশাপাশি, সোমবার রউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশের উপর উচ্চ আদালত জারি করেছে অন্তর্বর্তী স্থগিতাদেশও। বলা হয়েছে, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সায়গলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। সহগলের আবেদনের শুনানি হবে বুধবার। বলার অপেক্ষা রাখে না, দিল্লি হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ অনুব্রত দেহরক্ষীর জন্য বড় স্বস্তির।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগলকে গত ৭ অক্টোবর আসানসোল জেলে দীর্ঘ সময় ধরে জেরা করেন ইডির আধিকারিকরা। তার পর গ্রেফতার করা হয় তাঁকে। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এর পরই ইডি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শোনা হয়। কিন্তু সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এরপর তাকে দিল্লি নিয়ে যেতে রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় ইডি। সেখানে অনুমতি পেলেও দিল্লি হাইকোর্টের নির্দেশে ফের অস্বস্তি বাড়লো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...