Saturday, August 23, 2025

২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারতীয় দল, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Date:

২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। জানা যাচ্ছে, পরিবর্তে নিরপেক্ষ জায়গায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেবে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআই সচিব বলেন,” আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।”

২০২৩ সালে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। সেই প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে গিয়ে ভারত খেলতে পারে কি না সেই নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। তবে বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও প্রয়োজন ছিল সরকারি অনুমোদন। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফ থেকে সচিব জানিয়ে দেন পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্ট গুলিতে। পাকিস্তানেও অনেক দিন খেলতে যায় না ভারত। ভারত শেষবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সেবার টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছিল দুই দেশ। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষবার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া।

আরও পড়ুন:পড়ল শিলমোহর, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version