Monday, November 10, 2025

২০২২-এর বর্ষসেরা ফুটবলার হলেন করিম বেঞ্জেমা। রর্বাট লেওনডস্কিকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার প্রথমবার পেলেন ব্যালন ডি’অর ট্রফি। জিনেদিন জিদানের হাত থেকে এই ট্রফি নিলেন তিনি। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হলেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।

এই বছর ব্যালন ডি’অর পুরস্কার জেতার দৌড়ে ছিলেন করিম বেঞ্জেমা, রবার্ট লেওনডস্কি, সাদিও মানে এবং কেভিন ডি ব্রইনের মত ফুটবলাররা। এই বছর তালিকায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসি। গত একবছরের যে সেরা ১০ পুরুষ ফুটবলার এই পুরস্কার জেতার তালিকায় ছিলেন, তাদের মধ্যে ছিলেন না মেসি-রোনাল্ডো। এবার ব্যালন ডি’অর ট্রফি জয়ের ব‍্যাপারের অনেকটাই এগিয়ে ছিলেন বেঞ্জেমা। সোমবার মধ‍্যরাতে ঠিক তেমনটাই ঘটল। লেওনডস্কি, সাদিও মানেদের পিছনে ফেলে  ব্যালন ডি’অর জিতলেন বেঞ্জেমা। অন্যদিকে মহিলাদের বিভাগে অ্যালেক্সিয়ার এটি টানা দ্বিতীয়বার জন্য ব্যালন ডি’অর জয়। তাকে এই পুরস্কার তুলে দেন কিংবদন্তি ফুটবলার আন্দ্রে শেভচেঙ্কো।

এদিকে সেরা তরুণ খেলোয়াড় হয়ে কোপা ট্রফি জিতলেন বার্সেলোনার জাভি। ৫৭টি গোল করে গার্ড মুলার ট্রফি পেয়েছেন রবার্ট লেওনডস্কি। ইয়াসিন ট্রফি জিতলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়াস। বছরের সেরা ক্লাব হল ম্যাঞ্চেস্টার সিটি।

সোমবার মধ‍্যরাতে প্যারিসে বসেছিল ৬৬তম ব্যালন ডি’অর অনুষ্ঠানের আসর। বিশ্ব ফুটবলের বিভিন্ন কিংবদন্তি ফুটবলাররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায় কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রোগবাকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version