Monday, November 3, 2025

“এই নেতৃত্বে জেতা কঠিন,” দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে বিস্ফোরক বিজেপির সৌমিত্র খাঁ

Date:

দলের কোর কমিটিতে জায়গা পাননি।দায়িত্বও খানিকটা কমেছে। মঙ্গলবারই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্ষুব্ধ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ, বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় দলের শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে লেখেন, “শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই।”বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।এমনকি রাজ্যের বিভিন্ন নির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য ‘অযোগ্য’ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই দায়ি করেছেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন: কোর কমিটি ও দায়িত্ব বন্টনে বিজেপিতে ক্ষোভ, ইস্তফা সৌমিত্র খাঁর

প্রসঙ্গত, গত সোমবার ২০ জনের কোর কমিটির সদস্যদের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল প্রমুখের নাম। অথচ তাতে নাম নেই বিজেপি নেতা সৌমিত্র খাঁ এবং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।অথচ এতদিন পর্যন্ত তিনি দলের কাজ যথেষ্ট দক্ষতার সঙ্গেই পালন করেছেন তিনি।যুব মোর্চার শীর্ষ পদ সামলানো থেকে পঞ্চায়েত ভোটে নিজের সংসদীয় এলাকার সংগঠনের কাজ-সবকিছুই একা হাতে সামলেছেন। তবুও বাদ পড়েছেন কোর কমিটি থেকে। আর তাতেই শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ বেড়েছে। গতকাল প্রথমে রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ সোশ্যাল মিডিয়ায় দলের একাংশকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন।
বুধবার ফেসবুকে দলের শীর্ষ নেতৃত্বকে বিঁধে সাংসদ সৌমিত্র খাঁ লেখেন, “ভারতবর্ষের যশস্বী, সন্মানীয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি ও অমিত শাহজীর আর্শীবাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি, এই বিষয়ে কোনও অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে, শত কষ্ট উপেক্ষা করেও আমি এগিয়ে যাব। “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল” এটা আমি সর্বদা বলবই।”


এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি নিশানা করে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘দলে অযোগ্যদের ভিড় বেশি।’ ‘অযোগ্য’ রাজ্য সভাপতি হলে দলের ভরাডুবি হবেই। ‘এই নেতৃত্বতে জেতা কঠিন।’ বলেও বিস্ফোরক মন্তব্য করেন। তবে সৌমিত্র খাঁ-এর এই মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এ প্রসঙ্গে মুখ খোলেননি কেউই।

Related articles

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...
Exit mobile version