Tuesday, November 4, 2025

কোর কমিটি ও দায়িত্ব বন্টনে বিজেপিতে ক্ষোভ, ইস্তফা সৌমিত্র খাঁর

Date:

দলের কোর কমিটিতে জায়গা পাননি।দায়িত্ব খানিকটাও কমেছে। রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আর তার ঠিক পরের দিনই পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

আরও পড়ুন :গেরুয়া রাজনীতিতে আরও সক্রিয় মিঠুন! এবার রাজ্য কোর কমিটিতে অভিনেতা

২১ এর বিধানসভা ভোটের পর গোহারা হারের পর বঙ্গ বিজেপির নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারছে না কেন্দ্র বিজেপি। তাই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সোমবার বাংলার জন্য নতুন কমিটির তালিকা ঘোষণা করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনকি দায়িত্ব বন্টনেও আনা হয়েছে বদল।  দলের শীর্ষ নেতৃত্বরা অনেকেই বাদ পড়েছেন কোর কমিটিতে।  তারপরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বতে শুরু হয়েছে কোন্দল। যার জেরে দায়িত্ব পাওয়ার পরের দিনই রাঢবঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ সৌমিত্র খাঁ।  যদিও এ বিষয়ে মুখ খোলেননি দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে জানা নেই তাঁর।

প্রসঙ্গত, ২৪ জনের কোর কমিটির সদস্যদের মধ্যে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল প্রমুখের নাম। অথচ সেই কমিটিতে নাম নেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। সেই প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে রূপা জানান,  ‘বেশ ভাল লাগল’। পাশাপাশি তিনি জানান, সুকান্ত মজুমদার নতুন করে কোর কমিটি তৈরি করেছেন, আর সবচেয়ে ভাল বিষয় মিঠুন চক্রবর্তীকে নিয়েছেন বলে জানান বিজেপি নেত্রী।

একুশে বিজেপির লজ্জার হারের পর থেকে রাজ্যে আর দেখা যায়নি মিঠুনকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।  দুর্গাপুজোর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সফরও করেন মিঠুন। কার্যত বলা ভাল পঞ্চায়েত নির্বাচনেও মিঠুনকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। তবে পঞ্চায়েত ভোটের আগেই নতুন কোর কমিটি ও দায়িত্ব বন্টন নিয়ে দলের শীর্ষ নেতৃত্বদের মধ্যে কোন্দল চরমে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version