Saturday, August 23, 2025

স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) নির্দেশ মেনে এবার মোমিনপুর (Mominpur) কেস নিয়ে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)। এই মামলা সংক্রান্ত সমস্ত নথি কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা বলেই সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলা পুনরায় দাখিল করা হয়েছে। মামলা দায়ের নথি কোর্টে জমা দেওয়া হবে। সেই প্রসঙ্গেই আজ এনআইএ (NIA) স্পেশ্যাল কোর্টে আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

 

উল্লেখ্য গত ৮ অক্টোবর কলকাতার মোমিনপুরে দুই গোষ্ঠীর ঝামেলার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে মোমিনপুর-ইকবালপুর এলাকা। যদিও দক্ষ হাতে সবটা সামলায় কলকাতা পুলিশ। তারপর উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে নিয়ে বিজেপির তরফ থেকে জল ঘোলা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্ট (Calcutta Highcourt) পর্যন্ত। মোমিনপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা বজায় রাখা হয়। ঘটনার জেরে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েও হাইকোর্টে মামলা দায়ের হয়। সেইমতো তদন্তভার পেয়ে বুধবার কলকাতায় আসেন এনআইএর প্রতিনিধি দলের সদস্যরা। এরপরই মোমিনপুর মামলার সমস্ত নথি চেয়ে বুধবার স্পেশাল কোর্টে আবেদন করে কেন্দ্রীয় সংস্থা NIA।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version