Monday, August 25, 2025

স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) নির্দেশ মেনে এবার মোমিনপুর (Mominpur) কেস নিয়ে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনআইএ (NIA)। এই মামলা সংক্রান্ত সমস্ত নথি কলকাতা পুলিশের (Kolkata Police) কাছ থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা বলেই সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মামলা পুনরায় দাখিল করা হয়েছে। মামলা দায়ের নথি কোর্টে জমা দেওয়া হবে। সেই প্রসঙ্গেই আজ এনআইএ (NIA) স্পেশ্যাল কোর্টে আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

 

উল্লেখ্য গত ৮ অক্টোবর কলকাতার মোমিনপুরে দুই গোষ্ঠীর ঝামেলার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে মোমিনপুর-ইকবালপুর এলাকা। যদিও দক্ষ হাতে সবটা সামলায় কলকাতা পুলিশ। তারপর উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে নিয়ে বিজেপির তরফ থেকে জল ঘোলা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। মামলা গড়ায় হাইকোর্ট (Calcutta Highcourt) পর্যন্ত। মোমিনপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা বজায় রাখা হয়। ঘটনার জেরে মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েও হাইকোর্টে মামলা দায়ের হয়। সেইমতো তদন্তভার পেয়ে বুধবার কলকাতায় আসেন এনআইএর প্রতিনিধি দলের সদস্যরা। এরপরই মোমিনপুর মামলার সমস্ত নথি চেয়ে বুধবার স্পেশাল কোর্টে আবেদন করে কেন্দ্রীয় সংস্থা NIA।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version