Wednesday, August 27, 2025

বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তার আগেই বিস্ফোরক অভিযোগ আনলেন সভাপতি পদপ্রার্থী শশী থারুর। নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী কর্তাদের কাছে চিঠি দিলেন তিনি। তবে ঠিক কী ধরনের বেনিয়ম ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি থারুর শিবিরের তরফে। অন্যদিকে বেনিয়মের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে খাড়গে শিবির। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈ।

প্রসঙ্গত, সোমবার দেশজুড়ে কংগ্রেস সভাপতি নির্বাচন হয়। বুধবার ফল ঘোষণার দিন থারুরের নির্বাচনী এজেন্ট সালমান সোজ জানান, নির্বাচন ঘিরে নানা ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে দলের নির্বাচন কমিটির কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কোন রাজ্যে নিয়ম বিরোধী ভাবে ভোটগ্রহণ হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি সালমান। তবে আরেকটি সূত্র জানিয়েছে, থারুর শিবিরের দাবি, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু ‘বিরক্তিকর তথ্য’ তাদের সামনে এসেছে। তাই সেখানকার ভোট বাতিল করার দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগ এনেও থারুরের নির্বাচনী এজেন্ট সালমান সোজ বলেন, ‘‘আমরা মধুসূদন মিস্ত্রির অফিসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছি। এখনই সুনির্দিষ্ট ভাবে কিছু বলছি না।’’

মিস্ত্রিকে দেওয়া চিঠিতে শশী শিবির জানিয়েছে, উত্তরপ্রদেশে ভোটের ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছে তারা। লেখা হয়েছে, ‘বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে। সেগুলো পর্যালোচনা করলে দেখবেন উত্তরপ্রদেশের ভোটে বিশ্বাসযোগ্যতা এবং সততার অভাব রয়েছে।’

তবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে যথেষ্ট সফল বলে আখ্যা দিয়েছে খাড়গে শিবির। গৌরব গগৈ বলেছেন, “এই নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই নির্বাচন হয়েছে বলে আমরা খুবই গর্বিত। সেই সঙ্গে সোনিয়া গান্ধীর প্রতি আমরা যথেষ্ট কৃতজ্ঞ, কারণ কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছেন। আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হয়ে উঠবে।” যদিও কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিতর্ক হয়েছে। থারুর আগাগোড়াই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন দলেরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ওয়াকিবহাল মহলেরও ধারণা, গান্ধী পরিবারের সমর্থন রয়েছে খাড়গের দিকেই। এছাড়াও নানা জায়গাতেই ভোটার তালিকায় নানা গরমিলের অভিযোগ উঠেছিল ভোটের আগেই। সবমিলিয়ে, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে বেশ উত্তপ্ত জাতীয় রাজনীতি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version