Sunday, November 16, 2025

প্রশাসনিক কাজে সমস্যা! সোনালির পরিবর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য আশিস

Date:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য (Vice Chancellor) পদে নিয়োগ করা হল আশিস চট্টোপাধ্যায়কে (Ashis Chatterjee)। রাজ্যপালের (Governor) অনুমোদন নিয়ে আপাতত তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হল আশিসকে। স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক (Professor of Statistics) তিনি। এতদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (শিক্ষা) (Assistant Vice Chancellor) হিসেবে দায়িত্ব সামলেছেন। এবার তিনি উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন।

দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court of India) আগেভাগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগ বৈধ নয়। এরপরই সোনালির পদে নতুন উপাচার্য নিয়োগ করা অনিবার্য ছিল। সেইমতো বৃহস্পতিবার নবান্নের তরফে আশিস চট্টোপাধ্যায়ের নাম উপাচার্য হিসেবে ঘোষণা করা হয়।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটি এরপর কয়েকজনের তালিকা রাজ্যপাল লা গণেশণকে (La Ganeshan) সুপারিশ করবেন। তারপরই একজনকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। পূর্বতন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহাল নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের (PIL) করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। পুনরায় সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহালের এক্তিয়ার নিয়ে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সোনালিকে উপাচার্য পদ থেকে অপসারণ করে হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে দেশের শীর্ষ আদালতেও সেই রায় বহাল থাকে। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দফতরের কাছে রাজ্যপালের তরফে আশিস কুমার চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বলে খবর।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version