Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের থেকে বেশি কিছু আশা করছেন না কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, এ বারের বিশ্বকাপে রোহিতদের ভাল ফল করার সম্ভাবনা কম।

২) রস টেলর এবার বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন পাঁচ ব্যাটার নজর কাড়তে পারেন। সেই তালিকায় রোহিত শর্মা বা বিরাট কোহলি জায়গা পেলেন না। টেলরের মতে ভারতের সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে।

৩) মহিলা আইপিএলে দল কেনার ক্ষেত্রে নিলাম হলেও ক্রিকেটার কেনার ক্ষেত্রে নিলাম হবে না। জানা গিয়েছে তার বদলে ড্রাফ্ট পদ্ধতি ব্যবহার করা হবে। অর্থাৎ, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকা বন্ধ খামে জমা দেবে।

৪) আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনিই। রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাকাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

৫) এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগেই ট্রেনিং শুরু করলেন রবীন্দ্র জাদেজা। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলেও খেলার মতো অবস্থায় আসেননি বাঁহাতি অলরাউন্ডার।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ