Wednesday, November 5, 2025

UP: ধ*র্ষিতাকে বিয়ে করার শর্ত দিয়ে অভিযুক্ত ধ*র্ষকদের জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট

Date:

ধ*র্ষণের মতো জঘন্য অপরাধে (Crime) অভিযুক্ত তারা, তবুও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া তো দূরের কথা, বারবার নানা শর্তসাপেক্ষে জামিনে ছাড়া পাচ্ছেন অভিযুক্ত ধ*র্ষকরা। ‘ডবল ইঞ্জিন’ (Double Engine) উত্তরপ্রদেশে (Uttarpradesh) অপরাধ করে এই ভাবে ‘মুক্তি’ পাওয়াটাই যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

হাথরাস থেকে উন্নাও- একের পর এক ধ*র্ষণের ঘটনার উত্তরপ্রদেশ সরকার (uttarpradesh government) নির্বিকার। গত মাসে চারজন ধ*র্ষণের অভিযুক্তকে জামিন দেওয়ার পরে এবার আরও এক অভিযুক্ত জামিন পেল শর্তসাপেক্ষে। এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) বলেছে নির্যাতিতাকে বিয়ে করতে হবে। এই একটা সিদ্ধান্তেই যেন সব অপরাধ যেন এক নিমেষে লঘু হয়ে গেল বিজেপি (BJP) শাসিত রাজ্যে। এটাই বিজেপি (BJP) রাজ্যে বিচারের নমুনা। গত ১০ অক্টোবর মনু নামের এক অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছিল। ততদিনে নির্যাতিতাও মনুর সন্তান জন্মেও গিয়েছে। এই পরিস্থিতিতে আদালত জানিয়ে দেয়, মনুকে জামিন দেওয়া হচ্ছে এই শর্তে যে, সে ছাড়া পাওয়ার পরই ১৫ দিনের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবে। এবং বিয়ের পর স্ত্রী ও সন্তান, দু’জনকেই সে স্বীকৃতি দেবে। উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর একই শর্তে জামিন দেওয়া হয় ১৯ বছরের তরুণীকে ধ*র্ষণের অভিযোগের অভিযুক্ত শোভনকে। সাম্প্রতিক এমন দুই ঘটনাই একমাত্র নজির নয়। সেপ্টেম্বরে আরও তিনটি আলাদা ঘটনাতেও একই ভাবে অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে ছাড়া পাওয়ার পরই দ্রুত নির্যাতিতাকে বিয়ের শর্তে। বিরোধীরা বলছেন যেখানে নারী নির্যাতনের অপর নাম হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Ministry of Home Affairs) অধীনস্থ সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) রিপোর্ট অনুযায়ী, খু*ন, নারীদের উপর অত্যাচারে দেশে সবার আগে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য। সেখানে এমন নজির বিহীন রায় নিঃসন্দেহে প্রশ্ন তুলছে রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের শাসনব্যবস্থার দিকে।

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version