Saturday, August 23, 2025

বুধবারের দুপুর। শিলিগুড়ির কাওয়াখালির মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন, ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর নেতা অনন্ত মহারাজ, অন্য পাশে প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা। বুধবার বিজয়া সম্মিলনীর মঞ্চে তাঁদের সামনেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, বাংলা ভাগের প্রশ্ন নেই।

এ দিন উত্তরবঙ্গের আট জেলার ক্লাব, বিভিন্ন সংগঠন, বণিকসভা এবং আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠানে ‘বঙ্গ ভঙ্গে’র প্রসঙ্গ নিজেই তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘কোনও ভাগাভাগি নয়। কোনও বঙ্গভঙ্গ নয়। আমরা চাই সঙ্গ।’’ এরপরেই মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা, ‘‘সবাই কি কিছু বুঝতে পারলেন? বঙ্গ চায় সঙ্গ। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। আপনারা ভাল করে কাজ করুন। সুন্দর করে কাজ করুন।’’

অথচ সপ্তাহ খানেক আগে অনন্ত দাবি করেছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে কোচবিহার। জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে। অন্য দিকে, গত মে মাসে পাহাড়ে জিটিএ ভোটের পর প্রথম বোর্ড-সভায় অনীত থাপারা আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের ব্যাপারে আলোচনা প্রক্রিয়া চালু করার সমর্থনে প্রস্তাব পাশ করেন।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে অনন্ত প্রথমে দাবি করেন, ‘‘আমরা এখনও আলাদা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল চাই। মুখ্যমন্ত্রীর এক্তিয়ারের বিষয় নয় সেটি। তাঁর দেওয়া, না দেওয়ার ব্যাপার নেই।’’ পরে অবশ্য বলেন, ‘‘আমি বঙ্গভঙ্গ চাই না, চাই কোচবিহার রাজ্য পুনর্গঠন করা হোক।’’ তবে অনীতেরা নতুন করে এ নিয়ে কিছু বলতে চাননি।

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version