Monday, November 10, 2025

ফের ইরান: স্কুলে ধর্মীয় নেতার স্তুতিগান না গাওয়ায় ছাত্রীকে পিটিয়ে খুন

Date:

সঠিকভাবে হিজাব না পরায় নীতি পুলিশের মারে মাহশা আমিনের মৃত্যুকে ঘিরে উত্তাল ইরান। লাগাতার চলছে হিজাব বিরোধী বিক্ষোভ। এরই মাঝে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তার অপরাধ, স্কুলের মধ্যে নিরাপত্তা বাহিনীর নির্দেশমতো ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লার স্তুতিগান গায়নি। আর এই ঘটনায় ইরানের বিক্ষোভ পরিস্থিতির আগুনে ঘি পড়লো বলে মনে করা হচ্ছে। বছর ষোলোর মৃত ওই ছাত্রীর নাম আসরা পানাহি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইরানের উত্তর-পশ্চিমে আরদাবিল শহরে গত সপ্তাহে শাহিদ উচ্চ বিদ্যালয়ে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খোমেনেইয়ের প্রশংসাসূচক একটি গান গাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বহু ছাত্রীই ওই গান গাইতে অস্বীকার করে। তার জেরেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় আসরাকে হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার তার মৃত্যু হয়। আর মৃত্যুর বিষয়ে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ‘দ্য কোঅর্ডিনেটিং কাউন্সিল অফ ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েসন্স’।

যদি ওই ছাত্রীর মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। পাশাপাশি ছাত্রীর এক আত্মীয়ের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কাকতালীয়ভাবে মাহশার ক্ষেত্রেও একই দাবি করা হয়েছিল। উল্লেখ্য ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল বছর বাইশের তরুণী মাহশা আমিনির। অভিযোগ ঠিকমতো হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি অত্যাচারে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায়ক হবে ফুঁসে উঠেছে ইরানের মহিলারা নিজেদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এই বিক্ষোভে অংশ নিয়ে ইরান পুলিশের গুলিতে ইতিমধ্যেই বহু মহিলার মৃত্যু হয়েছে। এরই মাঝে ফের এই ঘটনা ইরানের বিক্ষোভের আগুন আরো বাড়িয়ে তুলবে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version