Monday, November 3, 2025

শীর্ষ আদালতে খারিজ সায়গলের আর্জি, দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি

Date:

এক আদালত থেকে আরেক আদালতে গিয়েও মিলল না স্বস্তি। দিল্লি নিয়ে গিয়ে সায়গল হোসেনকে (Saygal Hossian) জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)- রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। গরু পাচার মামলার তদন্তে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। এর বিরুদ্ধে বিভিন্ন আদালত ঘুরে শেষ সুপ্রিম কোর্টে আবাদেন জানান সায়গল। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত।

অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য আসানসোল আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেখানে আবেদন খারিজ হয়ে যাওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেও প্রয়োজনীয় নথিপত্রের অভাবের প্রসঙ্গ তোলেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। দিল্লিতে নিয়ে গিয়ে জেরা সংক্রান্ত ইডি-র আবেদন বাতিল হয়ে যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এরপরেই দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। ইডির আবেদনে সিলমোহর দেয় সেই আদালত। কিন্তু মঙ্গলবার রউস আদালতের এই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সায়গলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টই জানায়, সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অনুব্রতর দেহরক্ষী। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। ফলে এখন দিল্লি নিয়ে গিয়ে সায়গলকে ইডি-র জেরা করায় আর বাধা রইল না।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version