Tuesday, November 4, 2025

পুজোয় ছুটি ১২ দিন! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের

Date:

উৎসব মরশুমের ছুটির রেশ এখনো কাটেনি। এরই মাঝে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের ছুটি থাকছে টানা ১২ দিন। শনি-রবি পড়ায় ছুটির তালিকা থেকে নাম কাটা আট ছুটির।

অর্থ দফতর তিনটি ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় রয়েছে পাবলিক হলিডে। এরপরের তালিকায় রয়েছে এমন কয়েকটি ছুটি যা পাবলিক হলিডে নয় তবে রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employee) এই ছুটি পাবেন। তৃতীয় তালিকায় রয়েছে বিশেষ সম্প্রদায়ভিত্তিক ছুটি।

অর্থ দপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ২৬ জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja)। অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজো একইদিনে পড়ায় ছুটির তালিকা থেকে কমে গিয়েছে একদিন। তবে এবছর একাধিক বিশেষ উৎসবের দিন শুক্রবার পড়ায় থাকছে একটানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ। যেমন, ৭ এপ্রিল গুড ফ্রাইডে ছাড়াও বিআর আম্বেদকরের জন্মদিন পড়েছে শুক্রবার। আবার পয়লা বৈশাখ ১৫ এপ্রিল শনিবার পড়ায় কমে গিয়েছে আরও একটি ছুটির দিন। আরেকটি লম্বা ছুটি পাওয়া যেতে পারে বুদ্ধ পূর্ণিমা ও রবীন্দ্র জয়ন্তীতে। ৫ মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) আর মঙ্গলবার ৯ মে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti)। সেক্ষেত্রে সোমবার ৮ তারিখের ছুটিটা অনুমোদন করাতে পারলেই একটানা পাঁচ দিনের ছুটি।

এছাড়া দোল, মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti), রথযাত্রা (Rath Yatra), স্বাধীনতা দিবসও (Independence Day) মঙ্গলবার পড়ায় সোমবার অফিস কাটলে একটানা চারদিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে সরকারি কর্মীদের কাছে। একই সুযোগ মিলবে ১৪ ফেব্রুয়ারি (Valentine’s Day)। ঠাকুর পঞ্চান্ন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। দিনটি আবার মঙ্গলবার। অতএব আবারও লম্বা ছুটি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version