Monday, November 3, 2025

১৪৪ ধারাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ টেট চাকরিপ্রার্থীরা

Date:

সল্টলেকে চাকরিপ্রার্থীদের আন্দোলনে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের (Single Bench) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ (Challenge) করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আগামী ২৮ অক্টোবর বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে (Justice Amrita Sinha) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতের পর শুক্রবারও হাইকোর্টে টেট আন্দোলন নিয়ে একটি জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে করুণাময়ীতে পুলিশ অভিযান চালায়। মাত্র ১৫ মিনিটের মধ্যে টেট উত্তীর্ণদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার ১৭ অক্টোবর থেকে করুণাময়ীতে এপিসি ভবনের (APC Bhawan) সামনে আমরণ অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। তাঁরা ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করেছিলেন। এরপর এখনও চাকরি না পেয়ে বিক্ষোভ অবস্থানে বসেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট করুণাময়ীর ওই চত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় এবং আগামী ৪ নভেম্বর পর্যন্ত সেই ধারা কার্যকর থাকবে বলে নির্দেশ দেওয়া হয়।

১৪৪ ধারা জারির পরই আন্দোলনকারী চাকরিপ্রার্থীরাও মুহূর্তে নিজদের সিদ্ধান্ত বদলে ফেলেন। তাঁরা ৫ জন করে দলে ভাগ হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরই মহিলা পুরুষ নির্বিশেষে পুলিশ প্রশাসন টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে নিউ টাউন থানায় নিয়ে যায়। এখনও পর্যন্ত এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version