Tuesday, November 18, 2025

৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত হলো না কেন? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

Date:

আদালতে (Court) মানুষ ন্যায় বিচার পাওয়ার আশায় ছুটে যান। কিন্তু যদি মামলা নথিভূক্তই না হয়, আদালত পর্যন্ত না পৌঁছতে পারে, সে ক্ষেত্রে সত্যি আর মিথ্যের ফারাকটা হবে কেমন করে ? মামলা তালিকাভুক্ত (Case List) না হওয়াটা উদ্বেগের বিষয় আর সেই কারণেই ক্ষুব্ধ ভারতের শীর্ষ আদালতের (Supreme court) প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit)।

সুপ্রিম কোর্টে শুনানির জন্য তৈরি ৪০০ টিরও বেশি মামলা তালিকাভুক্ত না হওয়ার বিষয়ে এবার কড়া মনোভাব দেখালেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, এটা উদ্বেগের এবং একটি গুরুতর বিষয়। এইভাবে, রেজিস্ট্রি দ্বারা শুনানির জন্য মামলা তালিকাভুক্ত না করা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা। প্রধান বিচারপতি নির্দেশ দেন, এই সমস্ত মামলার তালিকা না করার পিছনের কারণ খুঁজে বের করে, এর সঙ্গে যাঁরা জড়িত আছেন সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয় উমেশ ললিত (Uday Umesh Lalit) দীর্ঘদিন ধরে শুনানি না হওয়া পুরনো মামলার নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মেয়াদকালে ইতিমধ্যেই সংবিধান বেঞ্চে বছরের পর বছর ধরে আটকে থাকা বহু মামলার শুনানি হয়েছে। কিন্তু এখনো অনেক মামলা বাকি পড়ে রয়েছে। পরিসংখ্যান বলছে, ১ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ৬৯ হাজার ৪৬১ টি মামলা শুনানির জন্য আটকে আছে। ঘটনা সূত্রপাত শুক্রবার যখন একটি মামলার শুনানির সময় আইনজীবী জানান যে, তাঁর একটি মামলা প্রায় ২২ বছর ধরে আটকে আছে। এই কথা শোনা মাত্রই যথেষ্ট ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি বলেন, রেজিস্ট্রির একটি অংশ এসব বিষয় বিচারাধীন রাখছে। এসব মামলা বিচারাধীন রাখার কারণও জানা যায়নি। এরপরই তিনি নির্দেশ দেন যে ৩১ অক্টোবর থেকে ওই সব মামলা শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version