Thursday, November 13, 2025

ভ্রমণ প্রেম ছিল তাঁর শিরায়-উপ শিরায়। পেশায় ছিলেন ট্রাভেল এজেন্ট (Travel agent)। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়েছিলেন ট্রেকিং(Trekking) করতে। বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চলতি মাসের ১১ তারিখ। কিন্তু আর ফেরা হল না। পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার (North 24 parganas) নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস (Nirmal Biswas)। বয়স হয়েছিল ৪৩ বছর, আরও অনেক অভিযানে যেতে চেয়েছিলেন। কিন্তু বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়ে থামতে হল তাঁকে।

শুক্রবার রাতে নিমতার আলিপুরে নির্মল বিশ্বাসের পরিবার যেন এই খবর মেনে নিতে পারেন নি। পাহাড়ের প্রতি বিশেষ টান ছিল তাঁর। যখনই সময়-সুযোগ পেতেন, চলে যেতেন পাহাড়ে। এর আগেও একাধিকবার বিভিন্ন ট্রেক করেছেন তিনি। একের পর এক সামিট জয় করে ফিরে এসেছেন বাড়িতে। লক্ষ্মী পুজোর পরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় পরিবারের লোক ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ।যে অভিযাত্রী দলটির সঙ্গে তিনি গিয়েছিলেন, সেই জলের তরফেই ফোন করে নির্মল বাবুর বাড়ির লোকেদের জানানো হয় যে ১৯ অক্টোবর রাতে পাহাড়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মল বিশ্বাস। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁর প্রিয়জনেরা।

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version