Monday, August 25, 2025

ভ্রমণ প্রেম ছিল তাঁর শিরায়-উপ শিরায়। পেশায় ছিলেন ট্রাভেল এজেন্ট (Travel agent)। উত্তরাখণ্ডের গিয়া বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়েছিলেন ট্রেকিং(Trekking) করতে। বাড়ি থেকে রওনা দিয়েছিলেন চলতি মাসের ১১ তারিখ। কিন্তু আর ফেরা হল না। পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর ২৪ পরগনার (North 24 parganas) নিমতা থানা এলাকার আলিপুরের বাসিন্দা নির্মল বিশ্বাস (Nirmal Biswas)। বয়স হয়েছিল ৪৩ বছর, আরও অনেক অভিযানে যেতে চেয়েছিলেন। কিন্তু বিনায়ক পাসে (Ghiya Vinayak Pass Trek) গিয়ে থামতে হল তাঁকে।

শুক্রবার রাতে নিমতার আলিপুরে নির্মল বিশ্বাসের পরিবার যেন এই খবর মেনে নিতে পারেন নি। পাহাড়ের প্রতি বিশেষ টান ছিল তাঁর। যখনই সময়-সুযোগ পেতেন, চলে যেতেন পাহাড়ে। এর আগেও একাধিকবার বিভিন্ন ট্রেক করেছেন তিনি। একের পর এক সামিট জয় করে ফিরে এসেছেন বাড়িতে। লক্ষ্মী পুজোর পরেই ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মোবাইল নেটওয়ার্কের সমস্যা থাকায় পরিবারের লোক ঠিকমতো যোগাযোগ করে উঠতে পারছিলেন না। অবশেষে এল সেই অপ্রত্যাশিত দুঃসংবাদ।যে অভিযাত্রী দলটির সঙ্গে তিনি গিয়েছিলেন, সেই জলের তরফেই ফোন করে নির্মল বাবুর বাড়ির লোকেদের জানানো হয় যে ১৯ অক্টোবর রাতে পাহাড়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নির্মল বিশ্বাস। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশায় পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তাঁর প্রিয়জনেরা।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version