Thursday, August 21, 2025

প্রতারণা মামলায় আগেই নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার সঙ্গে এবার যুক্ত হল আরো এক মারাত্মক অভিযোগ। শনিবার দিল্লির আদালতে (Delhi High court) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে জানানো হয়, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির তোলাবাজি মামলায় তদন্ত চলাকালীনই ভারত ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)।

উল্লেখ্য এই আর্থিক প্রতারণার মামলায় একাধিকবার অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ঘটনায় নাম জড়ানোর পর থেকে কেরিয়ায়ের বেশ ক্ষতিও হয়েছে। যে কোনও উপায়ে এই মামলা থেকে মুক্ত হতে চাইছিলেন তিনি, এমনটাই খবর মিলেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে। দিল্লির আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। শনিবার সেই মামলার শুনানি চলছিল।

অভিনেত্রীর আইনজীবী জানান, ইডির তরফে মামলা সংক্রান্ত কোনও নথি পাঠানো হয়নি। পাল্টা ইডির তরফে অভিযোগ করা হয়, তদন্ত চলাকালীন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন জ্যাকলিন। পাশাপাশি তদন্তে অসহযোগিতার অভিযোগও করা হয় ইডির তরফে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হতেই জ্যাকলিন ফার্নান্ডেজ দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু তাঁর নামে লুকআউট সার্কুলার জারি থাকায় তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারেননি। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version