ভারত-পাকিস্তান মহারণ, প্রথমে ব‍্যাট করে ১৫৯ রান পাকিস্তানের, তিনটি করে উইকেট হার্দিক-অর্শদীপের

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।

ভারত-পাকিস্তান মহারণ। রবিবার টি-২০ বিশ্বকাপে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করল পাকিস্তান। ভারতের দুরন্ত বোলিং অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। তিনটি করে উইকেন পান তারা।

বেজে গেল মহারণের দামামা। এদিন মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। শুরুতেই ব‍্যর্থ হন পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান এবং অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান শান মাসুদের। ৫২ রানে অপরাজিত তিনি। ৪ রান করেন রিজওয়ান। শূন‍্য রানে আউট হন বাবার আজম। ইফতিকার আহমেদ করেন ৫১ রান। ৫ রান করেন শাহদাব খান। ২ রান করেন হায়দার আলি। ৯ রান করেন মহম্মদ নাওয়াজ। ২ রান করেন আসিফ আলি। ১৬ রান করেন শাহিন আফ্রিদি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

Previous articleজ্যাকলিনের বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর বিষ্ফোরক অভিযোগ ইডির
Next articleAmitabh Bachchan: আচমকাই পায়ের শিরা কেটে হাসপাতালে বিগ বি!