‘বাঁদনা পরব’ ও ‘সহাড়াই’ উৎসবে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

গ্রামীণ জীবনের এই নিত্যসঙ্গীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। অলক্ষ্যে অনুভূত হয় গো-পালনের দীক্ষা।

গো-আধারিত কৃষি বাংলার মূল্যবান সম্পত্তি, তা স্মরণ-মনন করার দিন হল মানভূমের ‘বাঁদনা পরব’, জঙ্গল মহলের ‘সোহরী’, ওঁরাও-মুণ্ডা-বিরহোর-কোরোয়া-অসুর সম্প্রদায়ের ‘সহাড়াই’ উৎসব। এদিন গোরুর শিং-এ তেল-সিঁদূর মাখানো হবে, মাথায় পরানো হয় ধানের মুকুট। গ্রামীণ জীবনের এই নিত্যসঙ্গীর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। অলক্ষ্যে অনুভূত হয় গো-পালনের দীক্ষা।

এই উৎসবে শুভেচ্ছা জানিয়ে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাঁদনা ও সহাড়াই পরব উদযাপনের পূন্যলগ্নে আমি গ্রাম বাংলার সকল আদিবাসী কুর্মী ও অন্যান্য সম্প্রদায়ের মা, ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাঁদনা ও সহাড়াই গ্রাম বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর কার্তিক অমাবস্যাতে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই পরবগুলি উদযাপিত হয়। মাতৃ প্রকৃতির সঙ্গে আমাদের দেশের বিশেষ করে গ্রামের মানুষের যে নিবিড় সম্পর্ক রয়েছে তার পরিচয় বহন করে বাঁদনা ও সহাড়াই।
মাটির টানে মাটির সুরে ধামসা মাদলের তালে আনন্দমুখর হয়ে উঠুক উৎসবের দিনগুলো। সকলে খুব ভালো থাকুন।