Tuesday, May 13, 2025

‘শুভেন্দু রাজ্য সভাপতি হলে ওয়েলকাম করব’! জল্পনা উসকে দিলেন দিলীপ

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বিজেপির রাজ্য সভাপতির (BJP State President) দায়িত্ব দেওয়া হতে পারে। সম্প্রতি রাজ্য বিজেপির অন্দরে এমন জল্পনাই ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরেই (December) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (Central Leadership) এমন ঘোষণা (Announcement) করতে পারে। সেক্ষেত্রে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) কেন্দ্রীয় সম্পাদক (Central Secretary) বা সংসদীয় দলের কোনও পদ দেওয়া হতে পারে। অতীতে এই পদের দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে শুভেন্দু অধিকারীকে যদি রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তাঁকে স্বাগত জানাবেন দিলীপ।

রবিবার খড়গপুরের একটি চা চক্রে যোগ দেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ জানান, “শুভেন্দু যদি রাজ্য সভাপতি হন, ওয়েলকাম (Welcome) করব আমরা। দল যাঁকেই করবে, তিনি আমাদের নেতা। কী হবে সেটা দল ঠিক করবে।” তবে দিলীপ ঘোষের এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কে হতে পারেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি? শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? শোনা যাচ্ছে, শুভেন্দুর পাশাপাশি রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন মনোজ টিগ্গা (Manoj Tigga)। তবে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পাশাপাশি এদিন দেউচা পাচামি (Deucha Pachami) প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আদিবাসী সমাজ চাইছে না তাঁদের জমি দিতে। দেউচা পাঁচামি নিয়ে স্বপ্ন দেখানো হচ্ছে। এত বছর হয়েছে কেন্দ্রীয় সরকার কোল ব্লক দিয়েছে, অন্যান্য রাজ্যে কাজ শুরু হয়ে গেলেও এরাজ্যে কিছুই হয়নি।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। পঞ্চায়েতের লড়াইয়ে দলকে শক্তপোক্ত করতে হলে রাজ্য সভাপতির আসনে শুভেন্দু অধিকারীকে বসালে তার সুফল পেতে পারে বঙ্গ বিজেপি। আর সেকারণেই শুভেন্দুর মতো নেতার হাতেই রাজ্যের দায়িত্ব তুলে দিতে চাইছে গেরুয়া শিবির। তবে শুভেন্দুকেই রাজ্য সভাপতি পদে দায়িত্ব দেওয়া হবে কী না তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

spot_img

Related articles

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...