Wednesday, November 12, 2025

সংসার জীবন ছেড়ে সন্ন্যাস বেছে নিলেন ভূগোলের অধ্যাপিকা

Date:

সন্ন্যাসজীবন বেছে নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা ড. রুমকি সরকার। অবিবাহিত ৩৮ বছরের রুমকিদেবীর বাড়ি বর্ধমানে। ২০১৬ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা পদে যোগ দেন। বাড়িতে বৃদ্ধা মা ও দাদা রয়েছেন। রায়গঞ্জ শহরের বীরনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তবে রুমকি সাংসারিক জীবন ত্যাগ করলেও অধ্যাপনা করবেন।

১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললে অধ্যাপনার কাজ যোগ দেবেন রুমকি। উপাচার্য, রেজিস্ট্রার, ডিন থেকে শুরু করে তাঁর সহকর্মীরা কিছুটা আশ্চর্য হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কিছু বলতে চাননি। তবে তিনি যে অনেকদিন ধরে আধ্যাত্মিক চর্চা করছেন তা তাঁদের কথায় বোঝা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে ২০ কিমি দূরে এক গুরুদেবের থেকে সন্ন্যাস নিয়ে তিনি রায়গঞ্জ অভিমুখে রওনা দিয়েছেন। ফোনে রুমকি জানান, সন্ন্যাসের নিয়ম মেনে সন্ন্যাসী হয়েছি। এই জীবনে আসা হঠাৎ নয়। সন্ন্যাসযোগের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। ঈশ্বরের কৃপায় যোগ মিলল। তিনি আরও বলেন, আড়াই বছর আগে মহারাষ্ট্রের নাসিকের থেকে ২০ কিমি ত্র্যম্বকেশ্বর গিয়ে গুরুদেবের সঙ্গে কথাবার্তা বলে এসেছিলাম। এবারে গিয়ে যোগ নিলাম। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে ওখানে। ১২ বছর আগে বর্ধমানে দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে। মা, দাদা ও দিদির সম্মতিতে এই জীবনে এসেছি। সবার সঙ্গে যোগাযোগ রাখব, কারণ আমার তো কর্মজীবন আছে। আগামী ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া পোশাক পরেই যাব।

আরও পড়ুন- সিত্রাংয়ের প্রভাবে আচমকা ভেঙে পড়ল কোচবিহারের কালী মণ্ডপ “বুর্জ খলিফা”

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version