গতকাল টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ যে আপামর ভারতবাসীর কাছে আগাম দীপাবলির উপহার ছিল তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলির অনবদ্য ইনিংসের সৌজন্যে ভারতীয় দলের এই জয় দীপাবলির আগেই আনন্দে ভরিয়ে দেয় গোটা ভারতবাসীকে। এই জয়ের আনন্দ প্রকাশ থেকে বাদ গেলেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাইও। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গতকালের ম্যাচের উদাহরণও টেনে আনেন তিনি।

এদিন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “শুভ দীপাবলি! আশা করি যারা উদযাপন করছেন, তাদের প্রত্যেকের নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত সময় কাটবেন।” এই টুইটের সঙ্গেই তিনি যোগ করেন, “আমি আজ আবার শেষ তিন ওভার দেখে উদযাপন করলাম, কী খেলা এবং ক্রীড়া প্রদর্শন।”

Happy Diwali! Hope everyone celebrating has a great time with your friends and family.
🪔 I celebrated by watching the last three overs again today, what a game and performance #Diwali #TeamIndia #T20WC2022— Sundar Pichai (@sundarpichai) October 24, 2022
যদিও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তার এই কথা দেখেই পাকিস্তানের সমর্থকরা বেজায় চটেছেন। তার এই টুইটে পর একের পর এক বক্তব্য লিখতে থাকেন পাকিস্তানের সমর্থকেরা।

এক পাকিস্তান সমর্থক রিপ্লাই করেন লেখেন, “আপনার প্রথম তিন ওভার দেখা উচিত।” এই কথারই রিপ্লাইতে স্টেপ আউট করে ছক্কা মারেন সুন্দর পিচাই । তিনি লেখেন, “সেটাও দেখেছি, অসাধারণ বল করেছেন ভুবনেশ্বর এবং আর্শদীপ।”
Did that too:) what a spell from Bhuvi and Arshdeep
— Sundar Pichai (@sundarpichai) October 24, 2022
পাকিস্তানি সমর্থককে তাঁর এই বুদ্ধিদীপ্ত মজাদার রিপ্লাই, শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন:‘কোহলি বিশেষ প্রতিভাবান’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
