Monday, November 10, 2025

দেশে দূষণের(air pollution) প্রকোপ লাগাতার বেড়েই চলেছে। ক্রমবর্ধমান দূষণের জেরে কমছে মানুষের গড় আয়ু। ভয়াবহতা কোন পর্যায়ে গিয়েছে এবার তার প্রত্যক্ষ প্রমাণ প্রকাশ্যে এলো। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে এশিয়ার(Asia) সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় আটটি শহর ভারতের(India)।

‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স’ এর তরফে সম্প্রতি যে দূষিত শহরের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে শীর্ষে রয়েছে গুরুগ্রামের নাম। রবিবার সকালে ওই শহরের AQI অর্থাৎ ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ছিল ৬৭৯। এরপরই রয়েছে রেওয়ারির কাছের শহর ধারুহেরা। তাদের একিউআই ৫৪৩। এরপর বিহারের মুজফফরপুর। এই শহরের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৩১৬। এছাড়াও ভারতের আর যে শহরগুলি তালিকায় রয়েছে তারা হল তালকাটর, লখনউ, ডিআরসিসি আনন্দপুর, বেগুসরাই, ভোপাল চৌহারা, দেওয়াস, খাড়াকপাড়া, কল্যাণ, দর্শননগর ও ছাপড়া। ভারত ছাড়া এই তালিকায় রয়েছে চিনের বন্দর শহর লুঝোউ ও ম্যাঙ্গোলিয়ার ব্যাংখোশু।

তবে দূষণের ভয়াবহতার পাশাপাশি এই তালিকায় স্বস্তির যে দিকটি রয়েছে তা হল সেরা বায়ু মানের শহরের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভারাম। সকলকে অবাক করে এই দূষিত শহরের তালিকায় নেই দিল্লির নাম। অবশ্য দিওয়ালির সময় থেকেই এই শহরের বায়ুদূষণ বিরাট আকার ধারণ করে। তাই উৎসবের দিনগুলির পরে যে রাজধানী শহরের দূষণ নয়া মাত্রা ছোঁবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। উল্লেখ্য, সাধারণ ভাবে একিউআই ১০০ টপকানো মানেই যথেষ্ট খারাপ। ৩০০ পেরিয়ে যাওয়া মানে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সেই হিসেবে গুরুগ্রাম, ধারুহেরা, মুজফফরপুরের বায়ুদূষণ যে অত্যন্ত বিপজ্জনক স্তরে রয়েছে তা বলাই বাহুল্য।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version