Thursday, August 28, 2025

দীপাবলির উৎসবে আলোর রোশনাইয়ে মেতে উঠেছে দেশ। দেশের সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবকে বরণ করে নিয়েছেন দেশের শীর্ষ পদাধিকারীরাও। আলোর উৎসবকে এবার একটু অন্যভাবে পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিবছরের মত এ বছরও দীপাবলীর উৎসব তিনি পালন করলেন দেশের অতন্দ্র প্রহরীদের সঙ্গে। সোমবার কারগিলে(Kargil) সেনা জওয়ানদের(Indian army সঙ্গে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

সোমবার সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মোদি। সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে লিখেছেন, “দীপাবলি আলোক এবং উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনের আনন্দ এবং মঙ্গল চেতনাকে বাড়িয়ে তুলুক।” এরপর কারগিলে দেখা গেল প্রধানমন্ত্রীকে।দেশের জওয়ানদের তিনি ‘পরিবার’ বলে উল্লেখ করে বলেন, তাঁদের সঙ্গে কাটানোর চেয়ে ভালো দীপাবলি পালন করা যায় না। সেনাদের সাহসিকতার প্রশংসা করেছেন মোদি। তিনি আরও বলেন, পাকিস্থানের সঙ্গে এমন কোনও যুদ্ধ হয়নি, যেখানে কার্গিল জয় দেখেনি।

উল্লেখ্য, প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version