Monday, August 25, 2025

শুরু হয়ে গেছে চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja) কাউন্টডাউন (Countdown)। প্রতিটি পুজো কমিটি সদস্যরা সবকিছু ভুলে পুজোর কাজে ব্যস্ত। গত দু’বছর করোনা অতিমারির (Corona Pandemic) জেরে চন্দননগরের পুজোয় ভাঁটা পড়েছিল। কিন্তু চলতি বছর করোনার প্রভাব অনেকটাই কমেছে। আর সেকারণেই আবার স্বমহিমায় ফিরেছে জগদ্ধাত্রী পুজোর তৎপরতা। সম্প্রতি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর তাদের জগদ্ধাত্রী পুজো ১৮৮ বছরে পদার্পণ করল। অতি প্রাচীন এই পুজোর বিশ্বজোড়া সুখ্যাতি। সোমবার সকালে সেখানেই বসে আলপনা প্রতিযোগিতার (Alpana Competition) আসর।

শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও প্রচুর শিল্পীরা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিল্পীদের (Artist) তুলির ছোঁয়ায় সুন্দর এই আলপনাগুলি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পুজো কমিটির পক্ষ থেকে জানান হয়, শিল্পীরা যাতে তাঁদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পায় সেকারণেই তাঁদের এই বিশেষ উদ্যোগ। এ বছর আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বহু শিল্পী এদিন তাঁদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। যেহেতু এ বছর আমাদের পুজো ১৮৮ বছরে পদার্পণ করল তাই পুজো উপলক্ষে সমস্ত রকম চমক আমরা রাখছি।

পুজো কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এবছর তাঁদের পুজো একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে। পুজোর চার দিন আমাদের মণ্ডপে এসে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version