Enforcement Directorate: আয় ব্যয়ের নথি মেলাতে এবার সুকন্যা মণ্ডলকে তলব ইডির 

এবার সুকন্যার মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেমের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। সুকন্যার ঘনিষ্ঠ মহলের দাবি এই মুহূর্তে তিনি বাইরে আছেন।

সম্পত্তির হিসেব মেলাতে রীতিমত বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, এমন অভিযোগের ভিত্তিতে এবার সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ অক্টোবর তাঁকে ইডির (ED) অফিসে হাজিরা দিতে হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) একাধিকবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। কিন্তু এবার নোটিশ গেল ইডির তরফে। জানা যাচ্ছে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে (ANM Agrochem Food Pvt Ltd) নোটিশ দিয়েছিল সিবিআই (CBI)। আয় ব্যয়ের নোটিস চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করে সিবিআই। সেক্ষেত্রে উত্তর পাঠিয়েছিলেন কেষ্টকন্যা নিজেই। গত ১৮ অক্টোবর সিবিআই-এর চাওয়া আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্র ই-মেল মারফত পাঠিয়ে দেন সুকন্যা। এবার সুকন্যার মালিকানাধীন এএনএম অ্যাগ্রোকেমের হিসেব চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি। সুকন্যার ঘনিষ্ঠ মহলের দাবি এই মুহূর্তে তিনি বাইরে আছেন। আগামী বৃহস্পতিবার সুকন্যা আদৌ ইডি দফতরে উপস্থিত হন কিনা এখন সেটাই দেখার।