Sunday, August 24, 2025

নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে দীর্ঘক্ষণ নেটে গা ঘামালেন বিরাট

Date:

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে বিরাট কোহলিরা। এদিন দীর্ঘক্ষণ পিচে গা ঘামান বিরাট।

জানা যাচ্ছে, সিডনির মাঠে গা গরম করার পর কোহলিই প্রথম নেটে ব্যাট হাতে অনুশীলন শুরু করেন। তিনি প্রথমে একটি নেটে ভারতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হরিপ্রসাদের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন, এরপর তিনি দ্বিতীয় নেটে গিয়ে রাঘবেন্দ্র, দয়ানন্দের সঙ্গেও থ্রোডাউন অনুশীলন করেন। তিনি প্রায় ২০ মিনিট থ্রো ডাউন অনুশীলন করেন। এরপর তিনি তৃতীয় নেটে চলে যান এবং সেখানে তিনি মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চ‍্যাহাল, হার্শাল প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনুশীলন করেন।

এদিন ভারতের জন্য এটি ঐচ্ছিক ছিল অনুশীলন পর্ব। যেখানে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং মোহম্মদ শামি বিশ্রাম পান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার কেএল রাহুল ব্যাটিং অনুশীলন করেন। পিচে তাঁরা থ্রোডাউন অনুশীলন করেন। এছাড়াও দীনেশ কার্তিক, দীপক হুডা, ঋষভ পান্থকেও অনেক সময় ধরে অনুশীলন করতে দেখা যায়।

সব মিলিয়ে ভারতীয় দলের বোলার এবং ব্যাটার সকলেই কঠোর পরিশ্রম করেন। ২৭ তারিখ নেদারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তার আগে জোর প্রস্তুতি ভারতীয় দলে।

আরও পড়ুন:বেজে গিয়েছে ডার্বির ডামামা, বড় ম‍্যাচ নিয়ে কী বললেন প্রীতম কোটাল?

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version