Wednesday, August 20, 2025

কালীপুজোর প্রসাদ খেয়েই অসুস্থ একসঙ্গে ৩০ জন, ভর্তি হাসপাতালে

Date:

ভক্তিভরে কালীপুজোর প্রসাদ খেয়েছিলেন। কিন্তু সেই মায়ের ভোগেই বিষক্রিয়ার জেরে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩০ জন। অসুস্থদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:West bengal: রায়গঞ্জে পুলিশ – বিজেপি কর্মী সংঘর্ষ, উত্তেজনা এলাকায়

ঘটনাটি ঘটেছে  রায়গঞ্জের কাশিবাটি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিবাটি গ্রামের বাসিন্দা অজয় দাস নামে স্থানীয় এক ব্যাক্তির বাড়িতে কালীপুজো হয়। মঙ্গলবার কালীপুজোর প্রসাদ খাওয়ানো হয়।সকাল থেকে সারাদিন ধরে যাঁরা অল্পবিস্তর প্রসাদ খেয়েছিলেন, এরকম অনেকেই দুপুরের পর থেকে অসুস্থ হয়ে পড়েন। এদিকে, দুপুরেও খাবারের আয়োজন করা হয়েছিল। সেসময়ও অনেকেই প্রসাদ খেয়েছিলেন। এরপর মঙ্গলবার বিকেল থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর, অসুস্থরা সকলেই পায়খগানা, বমি, পেটব্যাথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান ভোগের খাবার অসুরক্ষিত রাখার কারণে তাতে বিষক্রিয়া হয়ে যায়। সেই খাবার খাবার পরেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে, গ্রামবাসীদের অসুস্থতার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য নগেন বর্মন।তবে অসুস্থদের অবস্থা স্থিতিশীল বলেই জানান তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল তাও খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version