Sunday, May 4, 2025

সকাল থেকেই গুড় বাতাসা নিয়ে রাস্তায় রাস্তায় জটলা পাকিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের (Raiganj Lok Sabha Constituency) সাংসদ দেবশ্রী চৌধুরীর (Debasree Chaudhuri)নেতৃত্বে আজ রাস্তার বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বিজেপির (BJP) কর্মী সমর্থকেরা। পুলিশ বাধা দিতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হন তাঁরা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রেফতারির পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কখনও গুড় বাতাসা আবার কখনও নকুলদানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গেরুয়া শিবিরের কর্মী থেকে নেতৃত্ব সকলকেই। এদিন সকালে রায়গঞ্জের (Raiganj) বিজেপির পার্টি অফিস থেকে একটি মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল বলে দাবি করেন তাঁন্তীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বিজেপির মিছিলে ধস্তাধস্তি,পুলিশের সঙ্গে বাদানুবাদ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের (Raiganj Medical College Hospital)দিকে এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশ সেই মিছিল আটকায় এবং অনুমতি পত্র দেখতে চায়। সেই সময় পুলিশের সঙ্গেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন এমনকি পুলিশের বাধা অমান্য করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রায়গঞ্জ থানার পুলিশ ফের পথ আটকালে তাঁরা রাস্তার মাঝেই বসে পড়েন। এরপর তাঁদের সেখান থেকে সরানর চেষ্টা করা হলে বিজেপির কর্মীরাই উলটে পুলিশের উপর চড়াও হয়ে ধস্তাধস্তি শুরু করে দেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে। অফিস টাইমের ব্যস্ত সময়ের বিজেপির এই কর্মকাণ্ডের জেরে ব্যহত হয় যান চলাচল।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version