Sunday, August 24, 2025

চিট ফান্ড ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বিরোধী দলনেতা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন , চিটফান্ড নিয়ে সবথেকে ভালো তো জানেন শুভেন্দু নিজে। কারণ, চিটফান্ডে কোথায় কবে কে যুক্ত ছিল ওনার কথায় বোঝাই যাচ্ছে উনি সব জানেন। শুভেন্দু বোধ হয় ভুলে গেছেন উনি নিজেই নারদা কাণ্ডে অভিযুক্ত। সিবিআই এর এফআইআর এ ওনার নাম আছে।

কারা কত নিয়েছে, কীভাবে নিয়েছে, উনি নিজে কত নিয়েছেন সেগুলো তো উনি খুব ভালো জানেন । আর সেই কারণেই তো বিজেপিতে গিয়েছেন পিঠটা বাঁচাতে। উনি যত এই বিষয়ে কথা বলবেন ততই উনি ধরা পড়ে যাবেন যে চিটফান্ড বিষয়ে উনি জ্ঞানের ভান্ডার।
বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের বক্তব্যকে সম্পূর্ণ তার নিজের মূল্যায়ন বলে এদিন মন্তব্য করেন কুণাল। তিনি বলেন , যেই দোষী হোক না কেন মুখ্যমন্ত্রী ও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বাকিটা আইন আইনের পথে চলবে।

বিজেপির নেতারা কেন সিপিএমের সঙ্গে বৈঠক করলেন সেটা ওরাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য কুণালের। উত্তরবঙ্গের কিছু জেলা ও বিহারে রং কিছুটা অংশ নিয়ে যে বঙ্গভঙ্গের কথা ওনারা বলছেন সেটা তো একান্তই বিজেপির কথা। কতগুলি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার চক্রান্ত চলছে।
কুণালের তোপ, বিজেপির যেসব নেতারা কথায় কথায় দিল্লি দেখান । তারা বলুন যে না বাংলা ভাগ করার কোনও ইচ্ছাই তাদের নেই ।তখন তো মুখে সবাই কুলুপ এঁটেছেন। উল্টে বিজেপি নেতারা বলছেন, আমরা বাংলা ভাগ করতে চাই। কে কার সঙ্গে বসলো কে কার সঙ্গে দেখা করলো তা নিয়ে মোটেই চিন্তিত নয় তৃণমূল সাফ জানালেন কুণাল।
আসলে বিজেপি আর সিপিএম যেখানে হাতে হাত মিলিয়ে চলছে সেটা কিন্তু প্রকাশ হয়ে পড়ছে তাদের প্রতি পদক্ষেপে।
কুণাল সাফ জানান, সিপিএম নেতারা দ্বিচারিতা করছেন। তিনি মনে করিয়ে দেন , এই সিপিএম ও বিজেপির জন্যই ত্রিপুরায় 10000 এরও বেশি শিক্ষকের চাকরি চলে গিয়েছে।
কলকাতায় ধরনা মঞ্চে সিপিএম নেতা মহম্মদ সেলিমের ফোঁটা নিয়ে কটাক্ষ করে কুণাল বলেন, যদি দম থাকে ত্রিপুরায় যান । আপনাদের জমানায় যেসব শিক্ষকদের চাকরি গিয়েছে, তারা আন্দোলন করছেন। তাদের উপর কাঁদানে গ্যাস লাঠি, জলকামান দেওয়া হচ্ছে । দম থাকলে সেখানে গিয়ে ফোঁটা নিয়ে আসুন। বাম এবং বিজেপি দ্বিচারিতা করছে সাফ জানালেন কুণাল। তার কটাক্ষ, আসলে পঞ্চায়েতে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না সেই কারণেই এখন থেকে নাটক শুরু করেছে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version